এক্সক্লুসিভ

কাঠগড়ায় ওসি প্রদীপের ‘ফোনালাপ’: ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক : সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের সময় কাঠগড়ায় থাকা অবস্থায় মামলার আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের মোবাইল ফোনে কথা বলার ঘটনায় তিন পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সেই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি করার কথা জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান।

বুধবার তিনি বলেন, “দায়িত্বে অবহেলার কারণে আদালত পুলিশের তিনজনকে প্রত্যাহার করা হয়েছে।”

এরা হলেন: এটিএসআই মোহাম্মদ শাহাবুদ্দিন, কনস্টেবল আব্দুল কাদের ও আব্দুস সালাম।

তিনি বলেন, আদালতে সাক্ষ্যগ্রহণের সময় কাঠগড়ায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপের মোবাইল ফোনে কথা বলার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার বিষয়টি বিচারকের নজরে আসে।

“সোমবার আদালতে সাক্ষ্যগ্রহণকালে যে কোনো সময় ওসি প্রদীপ মোবাইল ফোনে কথা বলে থাকতে পারেন। এ সময় সেখানে উপস্থিত থাকা কেউ একজন মোবাইল ফোনে ছবিটি ধারন করেছেন। তবে ছবিটি সঠিক কিনা তা এখনো যাচাই-বাছাই করে দেখা হয়নি।

বিষয়টি জানার পর আদালতে দায়িত্বরত সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে পুলিশ সুপার বলেন, “গতকাল (মঙ্গলবার) রাতেই আদালত পুলিশের ৩ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।”

হাসানুজ্জামান জানান, এ ঘটনা তদন্তে একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে কমিটিতে সদস্য করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বলেন, আদালতের কাঠগড়ায় ওসি প্রদীপ কুমার দাশের মোবাইল ফোনে কথার বিষয়টি মঙ্গলবার বিচারকের নজরে আসে। পরে এ বিষয়ে ওসি প্রদীপকে সতর্ক করেন বিচারক। এছাড়া বাদী ও আসামিপক্ষের আইনজীবীদেরও এ ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।

nupa alam

Recent Posts

আন্তর্জাতিকভাবে পুরস্কার পেল সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ

নিজস্ব প্রতিবেদক : দেশের পর্যটনে বড় অবদান রাখা সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ আন্তর্জাতিকভাবে…

18 hours ago

টেকনাফে ৫ কোটি টাকার মূল্যের ১ কেজি আইসসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ১ কেজি ওজনের ক্রিস্টাল মেথ আইসসহ ফিরোজ আলম (৪৭) নামে একজন…

23 hours ago

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাত করলেন ছাত্রদলের কেন্দ্রিয় নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ চট্টগ্রাম কলেজের সামাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও…

23 hours ago

ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার ইনানী সৈকতের সাগরে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে; এসময় স্থানীয়রা…

2 days ago

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নিরাপদ পর্যটনের জন্য ‘সমুদ্র সন্ধ্যা’

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার হবে সকল পেশার, শ্রেণীর, ধর্মের, লিঙ্গের মানুষের…

2 days ago

রোহিঙ্গা ক্যাম্প থেকে জি থ্রি রাইফেল সহ আরসা কমান্ডার আটক

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি জি-থ্রি রাইফেল ও গুলিসহ সন্ত্রাসী সংগঠন আরসা’র এক…

2 days ago