রোহিঙ্গা সন্ত্রাসীদের কর্তৃক অপহৃত স্থানীয় যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘মুক্তিপণের দাবিতে’ রোহিঙ্গা সন্ত্রাসীদের কর্তৃক অপহৃত স্থানীয় এক যুবকের অর্ধ-গলিত মৃতদেহ গহীন পাহাড়ী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কুদুং গুহা সংলগ্ন গহীন পাহাড়ী এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাহমুদুল করিম (৩৫) টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার মৃত ছালেহ আহমদের ছেলে।

নিহতের পরিবারের দাবি, গত ৩০ জুন টেকনাফ উপজেলার হোয়াইক্যং স্টেশন থেকে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর স্টেশনে আসার পথে হোয়াইক্যং ঢালা নামক এলাকা থেকে মাহমুদুল করিমসহ দুই যুবককে গাড়ী থামিয়ে অজ্ঞাত রোহিঙ্গা সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়।

পরে ২০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকার মিজানুর রহমান নামের এক যুবক ছাড়া পেলেও মাহমুদুল করিমকে অপহরণকারিরা জিন্মি রাখে। পরবর্তীতে পরিবারের স্বজনরা ৫০ হাজার মুক্তিপণ দেয়ার পরও তাকে ছেড়ে দেয়নি।

ওসি হাফিজুর বলেন, বৃহস্পতিবার দুপুরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কুদুং গুহা সংলগ্ন গহীন পাহাড়ী এলাকায় বনবিভাগের কর্মিরা জঙ্গল পরিস্কার করার সময় একটি মৃতদেহ দেখতে পায়। পরে বনকর্মিরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

“ নিহত ব্যক্তি মাহমুদুল করিমের আনুমানিক বয়স ৩৫ বছরের বেশী। তাকে অন্তত ৪/৫ দিন আগে হত্যা করে গহীন পাহাড়ের জঙ্গলে ফেলে দেয়া হয়েছে। মৃতদেহটি অর্ধ-গলিত হওয়ায় বিকৃত হয়েছে। ”

ওসি বলেন, “ মাহমুদুল করিমকে অপহরণের ঘটনায় ভাই কবির আহমদ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে গত ১৭ জুলাই মামলা নথিবদ্ধ করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫ জনই রোহিঙ্গা। ”

নিহতের ভাই ওয়াজ করিম বলেন, মাহমুদুল করিমকে অপরহণের পর পরিবারের স্বজনদের কাছ থেকে মুঠোফোনে অপরহরণকারিরা মুক্তিপণ দাবি করে। এক পর্যায়ে বিকাশের মাধ্যমে অপহরণকারিদের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়। এরপরও দীর্ঘ এক মাসের বেশী সময় ধরে তার ভাইকে ছেড়ে দেয়নি অপহরণকারিরা।

অবশেষে বৃহস্পতিবার বিকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের গহীন পাহাড়ী এলাকা থেকে পুলিশের কাছ থেকে মাহমুদুল করিমের মৃতদেহ উদ্ধার করার খবর পান বলে জানান নিহতের ভাই।

এদিকে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago