৩৩টি স্বর্ণের বারসহ এক রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় ৩৩টি স্বর্ণের বারসহ একজন রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা।

সোমবার (০৯ আগস্ট) সকালে উখিয়ার টিভি টাওয়ার নামক স্থানে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে কক্সবাজারস্থ বিজিবি’র ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ।

আটক ব্যক্তি মোঃ জয়নুল আবেদীন (৬৫)। সেই বর্তমানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার শূন্য লাইনে অবস্থিত তমব্রু কোনাপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার কাছ থেকে ৫.৪৮২ কেজি (৪৭০ ভরি) ওজনের মিয়ানমারের ২৪ ক্যারেট/৯৯৯.৯৯ পিওর ৩৩টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।

কক্সবাজারস্থ বিজিবি’র ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, সোমবার সকালে সীমান্ত দিয়ে কতিপয় চোরাকারবারীরা অবৈধভাবে স্বর্ণের একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে আনছে এমন সংবাদ পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে বিজিবি’র ৩৪ ব্যাটালিয়নের তুমব্রু বিওপির সদস্যরা উখিয়ার উপজেলার ৫নং পালংখালী ইউনিয়নের কুতুপালংস্থ টিভি টাওয়ার নামক স্থানে রাস্তার পাশে অবস্থান নেয়।”

বিজিবি কর্মকর্তা বলেন, সকাল ৬ টা ২০ মিনিটের দিকে ১ জন ব্যক্তিকে সীমান্ত হতে কুতুপালংয়ের দিকে পায়ে হেটে আসতে দেখে সন্দেহভাজন হিসেবে তল্লাশীর জন্য আটক করা হয়। বিজিবি টহলদল ওই ব্যক্তির শরীর পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে তার কোমরে লুঙ্গির ভাঁজে অতিকৌশলে লুকায়িত অবস্থায় ৩৩টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। যার ওজন ৫.৪৮২ কেজি (৪৭০ ভরি)। যা মিয়ানমারের ২৪ ক্যারেট/৯৯৯.৯৯ পিওর। যার আনুমানিক মূল্য ২ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা।

পরে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়। সেই বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার শূন্য লাইনে অবস্থিত তুমব্রু কোনারপাড়া রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত মৃত ফজর আহম্মদ এর ছেলে মোঃ জয়নুল আবেদীন (৬৫)। আটক জয়নুলকে উখিয়া থানায় সোপর্দ করার পাশাপাশি উদ্ধারকৃত স্বর্ণের বার কক্সবাজার ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম চলছে বলেও জানায় কক্সবাজারস্থ বিজিবি’র ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ।

nupa alam

Recent Posts

টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…

2 days ago

চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ

চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…

2 days ago

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…

2 days ago

সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…

3 days ago

পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…

3 days ago

সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…

4 days ago