নিজস্ব প্রতিবেদক : রামুতে কোমল পানীয় বোতলে বিশেষভাবে লুকানো ৭০ হাজার হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করেছে বিজিবি সদস্যরা।
শুক্রবার (০৬ আগস্ট) বিকেলে এ তথ্যটি নিশ্চিত করেছে কক্সবাজারের রামুস্থ বিজিবি ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ইব্রাহীম ফারুক।
আটকরা হলেন কাভার্ডভ্যানের চালক নোয়াখালীর চরদরবেশ গ্রামের মোঃ ফেরদৌস আলম ছেলে মোঃ শরিফ উল্লাহ (২৫) ও হেলপার ভোলার চরফ্যাশান থানার চরআইচা গ্রামের আব্দুল আজিজ পলোয়ানের ছেলে সাদ্দাম হোসেন (৩১)।
রামুস্থ বিজিবি ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ইব্রাহীম ফারুক বলেন, প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স’’ নীতি ঘোষণার প্রেক্ষিতে করোনা ভাইরাস মহামারীর মধ্যেও বিজিবি তাদের নিজ কর্তব্য পালন করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ হতে একটি কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের সংবাদ পাওয়া যায়।
“তাই শুক্রবার সকালে মরিচ্যা যৌথ চেকপোস্টে গিয়ে মরিচ্যা বাজার ও মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশী কার্যক্রম জোরদার করেন। এরপর সকাল ৯টার দিকে ঢাকা থেকে টেকনাফ পটেটো চিপস এবং চানাচুর নিয়ে আসা একটি কাভার্ডভ্যান ফিরতি পথে (চট্ট মেট্টো ট-১১-৫৬৬২) কে থামানো হয়।”
বিজিবি অধিনায়ক বলেন, কাভার্ড ভ্যানের চালক মোঃ শরিফ উল্লাহ ও হেলপার সাদ্দাম হোসেনকে ইয়াবা পাচারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা দুইজনই তা অস্বীকার করে। পরে বিজিবি সদস্যরা ওই কাভার্ডভ্যানটি পুঙ্খানুপুঙ্খরুপে তল্লাশী করা হলে চালকের কেবিনের মধ্যে বিশেষভাবে (কোমল পানীয়র বোতলের মধ্যে) লুকায়িত অবস্থায় ১৫টি বোতলে ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময় পাচারকাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
“পরবর্তীতে চালক স্বীকার করেছেন যে, তিনি ঢাকা থেকে পটেটো চিপস, চানাচুর নিয়ে টেকনাফ এসেছিলেন এবং ফেরার পথে তিনি টাকার জন্য ইয়াবাগুলি নিয়ে যাচ্ছিলেন। আটককৃত আসামী, ইয়াবা ট্যাবলেট, কাভার্ডভ্যান ও মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি লে. কর্ণেল ইব্রাহীম ফারুক।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…