নিজস্ব প্রতিবেদক : রামু উপজেলার রেজুখাল ব্রিজ এলাকায় ইয়াবা ও ক্রিস্টাল মেথ (আইস) সহ দুই মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।
বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলার রেজুখাল ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়।
আটকরা হল, টেকনাফ সদর ইউনিয়নের উত্তর ডেইল পাড়ার মো. আবুল কালামের ছেলে মো. আব্দুল কুদ্দুস (২৯) এবং টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকার মো. নুরু মিয়ার ছেলে মো. নুরুল আমিন (৩২)।
আলী হায়দার বলেন, বৃহস্পতিবার দুপুরে গাড়ী যোগে মাদকের একটি চালান পাচারের খবরে মেরিন ড্রাইভ সড়কে বিজিবির রামু উপজেলার রেজুখাল চেকপোস্টে তল্লাশী কার্যক্রম জোরদার করা হয়। এক পর্যায়ে টেকনাফ দিক থেকে আসা সন্দেহজনক একটি টয়োটা হাইয়েস মাইক্রোবাসা থামানো হয়। লকডাউনের কারণে যানবাহন চলাচলে বিধি-নিষেধ থাকায় গাড়ীটিতে থাকা এক যাত্রীকে রোগী হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসার জন্য কক্সবাজার শহরে যাওয়ার কথা জানানো হয়।
” কিন্তু রোগী দাবি করা ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির সদস্যরা গাড়ীটিতে তল্লাশী চালায়। এতে গাড়ীটির এসির পাইপের ভিতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১১ হাজার ইয়াবা ও ২৮০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়। এসময় গাড়ীটির যাত্রী পরিচয় দানকারি দুই ব্যক্তিকে আটক করা হয়। “
আটক দুই ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা করা হয়েছে বলে জানান লে. কর্নেল আলী হায়দার।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…