কাইছার সিকদার, কুতুবদিয়া : কুতুবদিয়া থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ডাকাতি ও অস্ত্র মামলার পরোয়ানা ভূক্ত আসামী জলদস্যু আবু ওমর প্রকাশ ওমর ফারুক(৩৫) কে গ্রেফতার করা হয়েছে৷
ওমর উত্তর ধুরুং ৪নং ওয়ার্ড়ের জহির আলী সিকদার পাড়ার মৃত কবির আহমদের ছেলে৷ ৪আগষ্ট ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় জহির আলী সিকদার পাড়ার আবু শামার চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়৷
কুতুবদিয়া থানার বরাত দিয়ে, কক্সবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওমর হায়দারের তত্ত্বাবধানে , এসআই রায়হান উদ্দিনের নের্তৃত্বে এসআই (নিঃ) মকবুল হোসেন ও এএসআই আবু কাউছার ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ধূরুং এলাকার জহির আলী সিকদার পাড়ার একটি রাস্তায় রাতভর ওঁতপেতে ওমরের গতিবিধি পর্যবেক্ষণে রাখা হয়, শেষ রাতের ৫টার দিকে এই রাস্তা দিয়ে আবু ওমর অতিক্রম করারসময় এসআই মকবুল সহ তাঁর ফোর্স ওমরের গতিরোধ করার চেষ্টা করলে ওমর পুলিশের দিকে গুলি করার উদ্দেশ্যে অস্ত্র তাক করে এসময় পুলিশের পক্ষ থেকে ও অস্ত্র তাক করে তাকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়৷ পরিস্থিতি বেগতিক দেখে ওমর হতভম্ব হয়ে পড়ে ততক্ষণাত পুলিশ তাকে ঝাপটে ধরে ফেলে৷ এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি শুটারগান, এক রাউন্ড কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়৷ গ্রেফতারকৃত ওমরের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে৷
এব্যাপারে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওমর হায়দার বলেন, বিশেষ অভিযানের মাধ্যমে ওমর ফারুক নামে একজনকে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার করা হয়েছে, তিনি চিহ্নিত জলদস্যু৷ যথাযত প্রকৃয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে৷ মাদক ও ডাকাত মুক্ত কুতুবদিয়া গড়ার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং এতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি৷
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…