নিজস্ব প্রতিবেদক : টেকনাফে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে; এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিদেশি পিস্তলসহ অস্ত্র ও গুলি।
নিহত ব্যক্তি একটি রোহিঙ্গা ডাকাত বাহিনীর প্রধান বলে দাবি র্যাবের।
বৃহস্পতিবার ভোর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন দমদমিয়া পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ।
এতে নিহত হয়েছে নুরুল আলম নুরু (৪০)। সে নিজের নামে গড়ে তোলা রোহিঙ্গা ডাকাতদল নুরু বাহিনীর প্রধান।
উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, ভোর রাতে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন দমদমিয়া পাহাড়ী এলাকা অস্ত্রধারী কতিপয় দূর্বৃত্ত ডাকাতি ও অপহরণের উদ্দ্যেশে জড়ো হয়েছে খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে দূর্বৃত্তরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে।
” এক পর্যায়ে দূর্বৃত্তরা পিছু হটলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছে। পরে ঘটনাস্থলে তল্লাশী করে পাওয়া যায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ৩ টি দেশিয় তৈরী লম্বা বন্দুক ও ৪ টি গুলি। “
র্যাবের এ কর্মকর্তা বলেন, ” আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। “
র্যাব জানিয়েছে, নুরুল আলম নুরু একজন চিহ্নিত ডাকাত। সে নিজের নামে একটি ডাকাত বাহিনী গড়ে তোলে রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, খুন ও মাদক কারবার সহ নানা অপরাধ সংঘটন করত। এসব অভিযোগে জড়িত থাকার অভিযোগে টেকনাফ থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান উইং কমান্ডার আজিম আহমেদ।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…