নিজস্ব প্রতিবেদক : টেকনাফে শরণার্থী ক্যাম্পে ‘দূর্বৃত্তদের কর্তৃক অস্ত্রের মুখে জিন্মি’ করে অপহৃত এক রোহিঙ্গা কমিউনিটি নেতাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান( এপিবিএন)।
শুক্রবার সন্ধ্যা পৌণে ৬ টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের বি-১১ ব্লকে এ অভিযান চালানো হয় বলে জানান ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।
গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার সৈয়দ আহমদ (৪০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের এইচ-ব্লকের উপ-মাঝি ( কমিউনিটি নেতা )।
উদ্ধার ব্যক্তির বরাতে পুলিশ সুপার তারিকুল বলেন, বিকালে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে স্থানীয় একটি সালিশী বৈঠকে অংশ নিতে যান ক্যাম্পটির উপ-মাঝি সৈয়দ আহমদ। বৈঠক শেষে শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের সামনে পৌঁছলে ৭/৮ জন দূর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে জিন্মি করে পাহাড়ী এলাকার দিকে নিয়ে যায়।
“ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এপিবিএন এর একটি বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের পাহাড়ী এলাকায় অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে জাদিমুরা ক্যাম্পের বি-১১ ব্লকের কাটাতারের সীমানা সংলগ্ন পাহাড়ী ছড়া থেকে সৈয়দ আহমদকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে আসা হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। ”
এপিবিএন এর এ কর্মকর্তা বলেন, “ উদ্ধার ব্যক্তি জানিয়েছে, পূর্ব শত্রুতার জেরে রোহিঙ্গা সন্ত্রাসী পুতিয়া বাহিনীর প্রধান পুতিয়া, দিলওয়ার ওরফে শিয়াইল্ল্যা, হামিদ ও আবুল বশরসহ আরো ৭/৮ জন দূর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে জিন্মি করে নিয়ে যায়। পরে এপিবিএন এর অভিযানের বিষয়টি টের পেয়ে দূর্বৃত্তরা তাকে গুলি করে পাহাড়ী ছড়ায় ফেলে রেখে পালিয়ে যায়। ”
ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে এপিবিএন অভিযান অব্যাহত রেখেছে বলে জানান পুলিশ সুপার তারিকুল।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…