নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরে ‘পারিবারিক কলহের জেরে’ ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া বাঁচা মিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত মো. আব্দুর রহিম (৬০) কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া বাঁচা মিয়ার ঘোনা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
স্বজনদের বরাতে ওসি মুনীর-উল-গীয়াস বলেন, বিকালে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া বাঁচা মিয়ার ঘোনা এলাকায় আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ আইয়ুব (৩০) ও পুত্রবধু সমিরা বেগমের মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে সমিরাকে মারধর শুরু করে আইয়ুব। এতে শ্বাশুড়ী রশিদা বেগম প্রতিবাদ করে বাধা দেয়।
ওসি বলেন, “ এসময় আইয়ুব ক্ষিপ্ত হয়ে তার মা রশিদা বেগমকে গলা টিপে ধরে। এটি দেখতে পেয়ে বাবা আব্দুর রহিম প্রতিবাদ জানিয়ে বাধা দেয়। এতে আইয়ুব ক্ষিপ্ত হয়ে তার বাবার ডান কানে ছুরিকাঘাত করে। এ ঘটনায় আহত আব্দুর রহিমকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ”
নিহতের শ্যালক আবুল ফয়েজ বলেন, স্ত্রীকে মারধর করার ঘটনায় তার বোন প্রতিবাদ করায় ভাগিনা আইয়ুব গলা টিপে ধরে। পরে এ ঘটনার প্রতিবাদ ও বাধা দেয়ায় তার বোনের স্বামীকে ছুারকাঘাত ভাগিনা। এতে তার দুলা ভাইয়ের মৃত্যু হয়েছে।
ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান মুনীর-উল-গীয়াস।
ওসি জানান, নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…