নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরে ‘পারিবারিক কলহের জেরে’ ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া বাঁচা মিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত মো. আব্দুর রহিম (৬০) কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া বাঁচা মিয়ার ঘোনা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
স্বজনদের বরাতে ওসি মুনীর-উল-গীয়াস বলেন, বিকালে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া বাঁচা মিয়ার ঘোনা এলাকায় আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ আইয়ুব (৩০) ও পুত্রবধু সমিরা বেগমের মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে সমিরাকে মারধর শুরু করে আইয়ুব। এতে শ্বাশুড়ী রশিদা বেগম প্রতিবাদ করে বাধা দেয়।
ওসি বলেন, “ এসময় আইয়ুব ক্ষিপ্ত হয়ে তার মা রশিদা বেগমকে গলা টিপে ধরে। এটি দেখতে পেয়ে বাবা আব্দুর রহিম প্রতিবাদ জানিয়ে বাধা দেয়। এতে আইয়ুব ক্ষিপ্ত হয়ে তার বাবার ডান কানে ছুরিকাঘাত করে। এ ঘটনায় আহত আব্দুর রহিমকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ”
নিহতের শ্যালক আবুল ফয়েজ বলেন, স্ত্রীকে মারধর করার ঘটনায় তার বোন প্রতিবাদ করায় ভাগিনা আইয়ুব গলা টিপে ধরে। পরে এ ঘটনার প্রতিবাদ ও বাধা দেয়ায় তার বোনের স্বামীকে ছুারকাঘাত ভাগিনা। এতে তার দুলা ভাইয়ের মৃত্যু হয়েছে।
ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান মুনীর-উল-গীয়াস।
ওসি জানান, নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…