নিজস্ব প্রতিবেদক : উখিয়া ও টেকনাফে ৩৪টি আশ্রয়শিবিরের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বপালন করছে ৩টি আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তারমধ্যে উখিয়ার দায়িত্বপ্রাপ্ত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ক্যাম্পে নিরাপত্তা প্রদানের পাশাপাশি মানবিক কার্যক্রমও চালিয়ে যাচ্ছে।
এই কার্যক্রমের আওতায় শনিবার (১৭ জুলাই) বিকেলে ক্যাম্পে রোহিঙ্গা শিশুদের মাঝে চকলেট, জুস, কেক, মাস্ক ও খেলনা সামগ্রী বিতরণ করেছেন ১৪ এপিবিএন এর সদস্যরা। উখিয়ার ওয়ালাপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৬’শ রোহিঙ্গা শিশুর মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত মানবিক কার্যক্রমে শিশুদের মাঝে এসব সামগ্রী বিতরণকালে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ নাইমুল হক, তার সহধর্মিণী রেহানা ফেরদৌসী, দুই কন্যা ও ব্যাটালিয়নের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় অধিনায়ক মোঃ নাইমুল হক বলেন, “শিশুরা স্বর্গীয়। তাদের ভেতরকার মানবিক অনুভূতিগুলো প্রকাশ করার জন্য আমাদের এই আয়োজন। তাদের সাথে কিছুটা সময় কাটাতে পেরে আমি এবং আমার পরিবার ও ১৪ এপিবিএনের সদস্যরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এরকম অনেক মানবিক কাজ করে থাকে। এটাও তারই একটা অংশ।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…