নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণকালে অক্সিজেনের চাহিদা বেড়েছে কক্সবাজারে। যার কারণ অক্সিজেনের খালি সিলিন্ডার রিফিল করতে পাঠানো হতো চট্টগ্রামে, দীর্ঘসময় লেগে যেত। কিন্তু আর চট্টগ্রামে নয়; এখন থেকে অক্সিজেনের খালি সিলিন্ডার বিনামূল্যে রিফিল হবে কক্সবাজারে।
শনিবার দুপুরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ‘অক্সিজেন ব্যাংক’ নামে অক্সিজেনের খালি সিলিন্ডার রিফিল কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
চাহিদা অনুযায়ী কক্সবাজার জেলায় বিনামূল্যে অক্সিজেন সরবরাহ ও খালি সিলিন্ডার রিফিলের এই সেবা দিচ্ছে দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ।
আবুল খায়ের গ্রুপ জানায়, জেলা স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলাপ করে জেলা সদর হাসপাতালের নিচতলায় একটি কক্ষ বরাদ্দ দেয়া হয়। বরাদ্দকৃত কক্ষে অক্সিজেনের খালি সিলিন্ডার রিফিলের সরঞ্জাম স্থাপন করা হয়। বর্তমানে অক্সিজেনের খালি সিলিন্ডার রিফিল এখান থেকে করা যাবে। এটির নাম দেয়া হয়েছে ‘অক্সিজেন ব্যাংক’। শনিবার প্রাথমিকভাবে বিনামূল্যে সাড়ে ১০ লিটারের ২০টি অক্সিজেন জেলা স্বাস্থ্যবিভাগকে হস্তান্তর করা হয়েছে। এখন থেকে পুরো কক্সবাজার জেলায় করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সরবরাহ ও খালি সিলিন্ডার রিফিল করা যাবে। যতই চাহিদা হোক তা দ্রুত সরবরাহ করবে অক্সিজেন ব্যাংক। আর করোনা রোগীদের সেবায় আবুল খায়ের গ্রুপ সহযোগিতার হাত প্রশস্ত করায় তাদের ধন্যবাদ জানান কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
‘অক্সিজেন ব্যাংক’ উদ্বোধনকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সিভিল সার্জন ডা. মাহাবুবুর রহমান, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এসএম নওশাদ রিয়াদ ও আবুল খায়ের গ্রুপের কক্সবাজারস্থ মার্কেটিং বিভাগের প্রধান মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…