নিজস্ব প্রতিবেদক : পেকুয়ায় বিকাশ ডিস্টিবিউশন কার্যালয়ের র্ভট ভেঙ্গে সাড়ে ৪৬ লাখ টাকা লুটের ঘটনায় জড়িত আরো একজনকে গ্রেপ্তার করেছে র্যাব; এসময় ১৭ লাখ ৮৩ হাজার টাকাও উদ্ধার করা হয়।
শনিবার সকালে চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকার কাজী ভবনে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ।
গ্রেপ্তার জামাল উদ্দিন ফারুক (৬৬) চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের নতুন ঘোনার পাড়ার মৃত জনু মিয়ার ছেলে।
র্যাব জানিয়েছে, এর আগে গত ১০ জুলাই ১৮ লাখ টাকাসহ দুইজন এবং ১১ জুলাই ১ জনকে গ্রেপ্তার করে।
গত ৭ জুলাই রাতে পেকুয়া উপজেলার কবির আহমদ চৌধুরী বাজারে ইসলামী ব্যাংক ভবনের তৃতীয় তলায় অবস্থিত বিকাশ ডিস্টিবিউটরের ভল্ট ভেঙ্গে দূর্বৃত্তরা সাড়ে ৪৬ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
উইং কমান্ডার আজিম বলেন, শনিবার সকালে চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকার কাজী ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় বিকাশ ডিস্টিবিউটরের টাকা লুটের ঘটনায় জড়িত পলাতক এক আসামী অবস্থান করছে খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
“ পরে গ্রেপ্তার ব্যক্তির স্বীকারোক্তি মতে, খাটের নিচে শপিং ব্যাড়ে মোড়ানো অবস্থায় লুটের ১৭ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়। ”
র্যাবের এ কর্মকর্তা বলেন, “ এর আগে ১০ জুলাই লুটের ১৮ লাখ টাকাসহ চকরিয়া থেকে দুইজন এবং পরদিন আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। ”
গ্রেপ্তারদের বরাতে আজিম জানান, ঘটনারদিন রাতে নিরাপত্তা কর্মিরা রেস্তোরাঁয় খেতে যাওয়ার সুযোগে মাথায় হেলমেট পড়ে দূর্বৃত্তরা বিকাশ ডিস্টিবিউশনের কার্যালয়ে যায়। তারা কার্যালয়টির বিদ্যুতের মেইন স্লুইচ বন্ধ করে গ্রিলের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে ভল্টের তালা ভেঙ্গে দূর্বৃত্তরা ৪৬ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
গ্রেপ্তার আসামীকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…