নিজস্ব প্রতিবেদক : পেকুয়ায় বিকাশ ডিস্টিবিউশন কার্যালয়ের র্ভট ভেঙ্গে সাড়ে ৪৬ লাখ টাকা লুটের ঘটনায় জড়িত আরো একজনকে গ্রেপ্তার করেছে র্যাব; এসময় ১৭ লাখ ৮৩ হাজার টাকাও উদ্ধার করা হয়।
শনিবার সকালে চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকার কাজী ভবনে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ।
গ্রেপ্তার জামাল উদ্দিন ফারুক (৬৬) চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের নতুন ঘোনার পাড়ার মৃত জনু মিয়ার ছেলে।
র্যাব জানিয়েছে, এর আগে গত ১০ জুলাই ১৮ লাখ টাকাসহ দুইজন এবং ১১ জুলাই ১ জনকে গ্রেপ্তার করে।
গত ৭ জুলাই রাতে পেকুয়া উপজেলার কবির আহমদ চৌধুরী বাজারে ইসলামী ব্যাংক ভবনের তৃতীয় তলায় অবস্থিত বিকাশ ডিস্টিবিউটরের ভল্ট ভেঙ্গে দূর্বৃত্তরা সাড়ে ৪৬ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
উইং কমান্ডার আজিম বলেন, শনিবার সকালে চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকার কাজী ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় বিকাশ ডিস্টিবিউটরের টাকা লুটের ঘটনায় জড়িত পলাতক এক আসামী অবস্থান করছে খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
“ পরে গ্রেপ্তার ব্যক্তির স্বীকারোক্তি মতে, খাটের নিচে শপিং ব্যাড়ে মোড়ানো অবস্থায় লুটের ১৭ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়। ”
র্যাবের এ কর্মকর্তা বলেন, “ এর আগে ১০ জুলাই লুটের ১৮ লাখ টাকাসহ চকরিয়া থেকে দুইজন এবং পরদিন আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। ”
গ্রেপ্তারদের বরাতে আজিম জানান, ঘটনারদিন রাতে নিরাপত্তা কর্মিরা রেস্তোরাঁয় খেতে যাওয়ার সুযোগে মাথায় হেলমেট পড়ে দূর্বৃত্তরা বিকাশ ডিস্টিবিউশনের কার্যালয়ে যায়। তারা কার্যালয়টির বিদ্যুতের মেইন স্লুইচ বন্ধ করে গ্রিলের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে ভল্টের তালা ভেঙ্গে দূর্বৃত্তরা ৪৬ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
গ্রেপ্তার আসামীকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…