বিশেষ প্রতিবেদক : মহেশখালীতে তামান্না জান্নাত (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ নিয়ে দু’পরিবারের ভিন্ন ভিন্ন বক্তব্যে রহস্য সৃষ্টি হয়েছে। ঘটনার সত্যতা উদঘাটনে দু’পক্ষই দাবি জানিয়েছেন।
শ্বশুর আমির হোসেনের দাবি, সে বিষপানে ‘আত্মহত্যা’ করেছে। অন্যদিকে তাঁর মা বলছে, মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করে ‘হত্যা’র পর আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে শ্বশুরবাড়ির লোকজন।
শুক্রবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে ওই গৃহবধূর মৃত্যু হয়। সে কালারমারছড়ার ঝাপুয়া গ্রামের মো. ফরহাদের স্ত্রী। এবং চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের সাইড ডেইল এলাকার ফরিদুল আলমের মেয়ে।
স্থানীয়র বলছে, পারিবারিক কলহের জেরে তামান্নার শ্বশুরবাড়ির লোকজনের সাথে মনমালিন্য চলছিল। সে আলাদা হয়ে তিন মাস ধরে বাপের বাড়িতে ছিল। পাঁচ দিন আগে সাবেক মেম্বার রশিদ ও বদরখালীর মেম্বার তারেকুল ইসলাম দ্ব›েদ্বর বিষয়টি সমঝোতা করে তামান্নাকে শ্বশুরবাড়িতে নিয়ে আসে। বৃহস্পতিবার রাতে পুনরায় শ্বশুরবাড়ির সদস্যদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শুক্রবার সকালে সে বিষপান করে। বিষয়টি আঁচ করতে পেরে শ্বশুরবাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাকে প্রথমে বদরখালী জেনারেল হাসপাতাল ও পরে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে উভয় পরিবারের পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া যাচ্ছে। এতে মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। তবে এলাকাবাসীর দাবি, হত্যা না আত্মহত্যা তদন্ত করলে বেরিয়ে আসবে।
গৃহবধূর মা হাসিনা বেগমের দাবি, ‘তার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন শারীরিক নির্যাতন করে হত্যা করেছে। পরবর্তীতে মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে।’
অন্যদিকে শ্বশুর আমির হোসেনের দাবি, ‘পানের বরজের জন্য আনা বিষ পান করে সে আত্মহত্যা করেছে। বিষপানের বিষয়টি সঙ্গে সঙ্গে তার বাপের বাড়ির লোকজনকে জানাই। এবং তাকে হাসপাতালে নিয়ে যাই, সেখানেই তার মৃত্যু হয়। যদি আমরা দোষী হই তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা উদঘাটনের দাবি জানাচ্ছি।’
কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ বলেন, ‘গৃহবধূর মৃত্যুর বিষয়টি হত্যা না আত্মহত্যা নিশ্চিত নই। সত্যতা উদঘাটনের জন্য পুলিশকে জানিয়েছি। পুলিশ তদন্ত করলে সেটি বেরিয়ে আসবে।’
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই বলেন, এক গৃহবধূর মৃত্যু খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়টি তদন্ত করে আত্মহত্যা নাকি হত্যা তা বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…