ইমরান আল মাহমুদ, উখিয়া : উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রুমখাঁ নাপিত পাড়া এলাকায় অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
সোমবার (১২ জুলাই) দুপুর ১ টার দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মুহুর্তে ৩টি বাড়ির সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্তরা হলেন রুবি শর্মা, বিজলী শর্মা, অজিত শর্মা ও বিরবালা শর্মা।
ক্ষতিগ্রস্থদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য জানান,দুপুর ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গ্যাস সিলিন্ডার থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তাদের টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কেউ হতাহত হয়নি।
একইদিন বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ। পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে তাৎক্ষণিক নগদ টাকা ও খাদ্য সহায়তা প্রদান করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন,হলদিয়া পালং ৮নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ ৬হাজার টাকা ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। পরবর্তীতে ঢেউটিন ও অন্যান্য সহায়তা প্রদান করা হবে।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন,হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. শাহ আলম, স্থানীয় ইউপি সদস্য স্বপন শর্মা রনি উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…