নিজস্ব প্রতিবেদক : কোপা আমেরিকার ফাইনালে হেরে যাওয়ায় টেকনাফে ‘তর্কাতর্কির জেরে’ ব্রাজিল সমর্থকের ছুরিকাঘাতে আহত আর্জেন্টিনার সমর্থক এক যুবক।
রোববার সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান হোয়াইক্যং ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য জাহেদ হোসাইন।
আহত মোহাম্মদ ইকবাল (২০) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালিয়া পাড়ার বাদশা মিয়ার ছেলে। সে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হামলাকারি মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম একই এলাকার মোহাম্মদ শরীফের ছেলে।
স্থানীয়দের বরাতে স্থানীয় ইউপি সদস্য জাহেদ বলেন, রোববার সকালে টেকনাফের মহেশখালিয়া পাড়াস্থ স্টেশনের এক দোকানে বসে কোপা আমেরিকা ফুটবলের ফাইনাল খেলা দেখছিল স্থানীয় কিছু সংখ্যক যুবক ও লোকজন। শিরোপার লড়াইয়ে ব্রাজিল হেরে যাওয়ায় স্থানীয় এক যুবক আর্জেন্টিনা দলের খেলোয়াড় ও সমর্থকদের উদ্দ্যেশ করে গালিগালাজ শুরু করে।
“ এ নিয়ে প্রতিবাদ জানালে ব্রাজিল সমর্থক মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম ক্ষিপ্ত হয়ে আর্জেন্টিনা সমর্থক মোহাম্মদ ইকবালের উপর উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে সে আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। ”
স্থানীয় ইউপি সদস্য বলেন, “ এ ধরণের ঘটনা খুবই দু:খজনক। কোথায় কোপা আমেরিকা খেলা হয়েছে, কারা জিতেছে; তা নিয়ে খেলায় অংশগ্রহণকারি দুইদলের খেলোয়াড়দের মধ্যে কোন রেশারেশি নেই। অথচ কে হেরেছে, কে জিতেছে তা নিয়ে আমাদের এখানে রক্তারক্তির ঘটনা ঘটেছে। ”
হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ ইকবাল বলেন, সকালে ফাইনাল খেলা শেষে ব্রাজিল সমর্থক রিদুয়ানুল ইসলাম আর্জেন্টিনর খেলোয়াড় ও সমর্থকদের গালিগালাজ করলে প্রতিবাদ জানায়। এ নিয়ে তার (রিদুয়ানুল) বড় ভাই মারধর করলে ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ী ছুরিকাঘাত করেছে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহীন মো. আব্দুর রহমান বলেন, টেকনাফের মহেশখালিয়া পাড়ায় খেলা নিয়ে তর্কাতর্কির জেরে হামলায় আহত এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের হাত-পা, পিটের কয়েকটি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, খেলার জয়-পরাজয় নিয়ে টেকনাফের মহেশখালিয়া পাড়ায় দুইদলের সমর্থক যুবকের মধ্যে হামলার ঘটনাটি তিনি শুনেছেন। এ ঘটনায় ভূক্তভোগী লিখিত অভিযোগ দিলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব না বলে…
নিজস্ব প্রতিবেদক : ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, আমরা ধর্মচর্চা করবো, ধর্ম অনুশীলন…
নিজস্ব প্রতিবেদক : পরীক্ষামূলক সী-ট্রাক চালুর মধ্য দিয়ে কক্সবাজার-মহেশখালী নৌপথে যাতায়াত ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন…
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহি বাসের সাথে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। বৃহস্পতিবার…
১৩৮৭ রাখাইন বর্ষ বরণে কক্সবাজারে জলকেলি উৎসব নিজস্ব প্রতিবেদক : রাখাইন পঞ্জিকা অনুসারে ১৩৮৬ রাখাইন…