নিজস্ব প্রতিবেদক: টেকনাফে ২০ হাজার ইয়াবা, অস্ত্র ও গুলিসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
শনিবার রাতে শহীদ এ টি এম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ সড়ক ) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী রাস্তার মাথা এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ।
আটক নুর মোহাম্মদ (৩৭) টেকনাফের হ্নীলা ইউনিয়নের দক্ষিণ রঙ্গিখালী এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
উইং কমান্ডার আজিম বলেন, শনিবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী রাস্তার মাথায় মাদকের চালান লেনদেনের জন্য কতিপয় লোকজন অবস্থান করছে খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। এসময় সেখানে উপস্থিত এক ব্যক্তি র্যাব সদস্যদের লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র তাক করে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরা তাকে ( অস্ত্র তাককারি ) লক্ষ্য করে গুলি ছুড়ে।
“ এতে অস্ত্র তাককারি ব্যক্তির হাঁটুর নিচে গুলি লাগলে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় সেখানে উপস্থিত আরো ২/৩ জন দৌঁড়ে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে ১ টি দেশিয় তৈরী বন্দুক, ২ টি গুলি ও আটক ব্যক্তির সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ”
আটক ব্যক্তি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
আজিম আহমেদ বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহি বাসের সাথে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। বৃহস্পতিবার…
১৩৮৭ রাখাইন বর্ষ বরণে কক্সবাজারে জলকেলি উৎসব নিজস্ব প্রতিবেদক : রাখাইন পঞ্জিকা অনুসারে ১৩৮৬ রাখাইন…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে মেরিন ড্রাইভের পাশের খোলা জায়গায় অবিষ্ফোরিত অবস্থায় পাওয়া হ্যান্ড গ্রেনেডটি (হাত…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে নিজ ভাগিনাকে অপহরণের পর মুক্তিপণ পেয়েও হত্যা করেছে…
নিজস্ব প্রতিবেদক : প্রতিবেশী দেশ ভারতের সাথে মিল রেখে ১৫ এপ্রিল থেকে মাছ শিকারে নিষেধাজ্ঞা…