নিজস্ব প্রতিবেদক : পেকুয়ায় বিকাশ এজেন্টের সাড়ে ৪৬ লাখ টাকা লুটের ঘটনায় মাটির নিচে বস্তা মোড়ানো ১৮ লাখ টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।
রোববার (১১ জুলাই) দুপুরে রামুস্থ র্যাব -১৫ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন র্যাব-১৫ এর অধিনায়ক ইউং কামান্ডার আজিম আহমেদ।
গ্রেফতারকৃত করা হলেন
চকরিয়া উপজেলার ব্রাহ্মনপাড়ার মৃত
আব্দুল শুকুরের ছেলে
মোঃ সাইফুল (৩১)
ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রুস্তুমকাটা গ্রামের মোস্তাক আহমম্মেদের ছেলে
মোঃ কফিল উদ্দিন
(২২)।
র্যাব জানায়, গত
৭ জুলাই রাতে
পেকুয়া উপজেলার আলহাজ¦
কবির আহমদ চৌধুরী
বাজারের ইসলামী ব্যাংক
ভবনের ৩য় তলায়
বিকাশ ডিস্টিবিউশন অফিস
হতে নগদ সাড়ে
৪৬ লাখ টাকা
চুরি হয়। এরপর
অভিযোগের ভিত্তিতে র্যাব
অভিযানে নামে। অভিযানের এক
পর্যায়ে টাকা লুটের
ঘটনায় জড়িতরা চকরিয়ার সিকদারপাড়ার জনৈক
আনোয়ার মিয়ার বসতঘরে
অবস্থান করছে জানা
যায়। তারপর শনিবার
রাতে উক্ত বসতঘরে
পৌছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের
পেয়ে পালিয়ে যাওয়ার
চেষ্টাকালে মো. সাইফুল
ও মোঃ কফিল
উদ্দিনকে ধৃত করা
হয়। ধৃতদের দেখানো
মতে বসতঘরের বারান্দায় মাটির
নিচে বস্তা মোড়ানো
অবস্থা নগদ ১৮
লাখ টাকা উদ্ধার
করা হয়।
“ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা
যায় যে, বিকাশ
ডিস্টিবিউশন অফিসে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিনা রাতের
খাবার খেতে হোটেলে
যান। সেই সুযোগে
গ্রেফতারকৃত আসামীদের সঙ্গে
পলাতক আসামীরা ঘটনার
দিন রাত ৮টায়
মাথায় হেলমেট পড়ে
প্রথমে বিকাশ ডিস্টিবিউশ অফিসের
গ্রিলের তালা ভেঙ্গে
ভেতরে প্রবেশ করে।
এরপর বিদ্যুতের মেইন
সুইচ বন্ধ করে
দেন এবং কার্যালয়ের ভল্ট
ভেঙ্গে রক্ষিত নগদ
৪৬ লক্ষ ৫০
হাজার টাকা চুরি
করে কৌশলে পালিয়ে
যায়।”
গ্রেফতারকৃত আসামীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য
পেকুয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আর পলাতক আসামীদের গ্রেফতার ও
বাকী টাকা উদ্ধারের চেষ্টা
অব্যাহত আছে বলেও
জানায় তিনি।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা…
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…