নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে কঠোর লকডাউন অব্যাহত রয়েছে। যার কারণে অনেক দরিদ্র ও অসহায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এবার এসব দুস্থদের সহায়তায় এগিয়ে এল কক্সবাজারস্থ সেনাবাহিনীর ১০ পতাদিক ডিভিশন।
শনিবার (১০ জুলাই) দিনব্যাপি চট্টগ্রাম ও কক্সবাজার জেলার এক হাজার কর্মহীন দুস্থদের মানুষের কাছে নিজেদের রেশন বাঁচিয়ে সহায়তা পৌছে দিল সেনা সদস্যরা। এর আগে শুক্রবার (০৯ জুলাই) কক্সবাজার সদর ও রামু উপজেলা প্রত্যন্ত অঞ্চলে এক হাজার পরিবারের ঘরে ঘরে গিয়ে খাদ্য সহায়তা পৌছে দেয়।
জানা যায়, দেশব্যাপী করোনা ভাইরাসের বিস্তার রোধ করতে সরকার গত ০১ জুলাই থেকে কঠোর লকডাউন ঘোষনা করেছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় জনগণকে সচেতন রাখার অংশ হিসেবে পর্যটন নগরী কক্সবাজার জেলা ও বৃহত্তর চট্টগ্রাম জেলার বেশ কয়েকটি উপজেলায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন তাদের সার্বিক কার্যক্রম অব্যাহত রেখেছে।
লকডাউন কার্যকর করার পাশাপাশি সেনাসদস্যরা কর্মহীন ও দুঃস্থ অসহায় মানুষের কাছে নিজেদের রেশন বাঁচিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (০৯ জুলাই) কক্সবাজার সদর এবং রামু উপজেলার প্রত্যন্ত এলাকায় কর্মহীন হতদরিদ্র ১০০০ (এক হাজার) মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে রামু সেনানিবাসের সেনাসদস্যরা।
এছাড়াও শনিবার (১০ জুলাই) চট্টগ্রাম জেলায় ৭৫০ জন এবং চকোরিয়া উপজেলায় ২৫০ জন কর্মহীন হত দরিদ্র মানুষের কাছে রামু সেনানিবাসের সেনাসদস্যরা তাদের সঞ্চিত রেশন হতে চাল, ডাল, আলু, পিঁয়াজ, তেল, লবণসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রকৃত অভাবগ্রস্ত, ছিন্নমূল ও অসহায় মানুষদের হাতে পৌঁছে দিয়েছেন। স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ মহতি উদ্যোগের প্রশংসা করেছে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…