‘জরিমানা না দিয়ে দেয়া হল প্রধানমন্ত্রীর উপহার’

বিশেষ প্রতিবেদক : কঠোর লকডাউনের বিধি-নিষেধ, যা বাস্তবায়নের মাঠে রয়েছে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, স্থানীয় জনপ্রতিনিধি ও সিপিপি ভলান্টিয়ার। কঠোর বিধিনিষেধে চলবে যান্ত্রিক যান অটোরিক্সা, সিএনজিও। এসব যান্ত্রিক অতিজরুরি কারণ ছাড়া বের হলেই গুনতে হচ্ছে দন্ড।

বৃহস্পতিবার (০৮ জুলাই) লকডাউনের ৮ম দিনে কক্সবাজারের উখিয়া উপজেলায় সারাদিনে অভিযানে জব্দ করা হয় ৪০ টি ইজিবাইক ও সিএনজি। আটক করা হয় এসব যানবাহনের ৪০ জন চালককে। এসব চালকের ভয় ছিল আইন অমান্য করায় জরিমানা বা কারাদন্ডের।

কিন্তু দিন শেষে দিনশেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪০ জন ইজিবাইক/সিএনজি চালকদের দন্ড না দিয়ে দেয়া হল খাদ্যসামগ্রী। চাল, ডাল, তেল, চিনি, লবণ, ছোলা মিলিয়ে খাদ্যসহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর উপহার।

বৃহস্পতিবার বিকেলে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সেই টমটম চালকদের জরুরি খাদ্য সহায়তা তুলে দেন কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ।

এসময় জেলা প্রশাসক বলেন, বিধিনিষেধ বাস্তবায়নে কঠোরতার পাশাপাশি কর্মহীন মানুষদের সহায়তা প্রদান করছে জেলা প্রশাসন। ২১টি ক্যাটাগরি বিবেচনায় সহায়তা প্রযোজ্য মানুষদের জরুরি এই সাহায্য দেয়া হচ্ছে। তাই

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, মানবিক বিবেচনায় আমরা তাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করেছি। এছাড়াও এই লকডাউনে ৩৩৩-এ কল করা উপজেলার শতাধিক মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। বিধিনিষেধ বাস্তবায়নে আমরা যেমন তৎপর তেমনি কর্মহীন মানুষদের পাশে দাঁড়াতে আমরা সবসময় প্রস্তুত।

জরিমানার বদলে খাবার পেয়ে সন্তুষ্ট চালকরা। তাদের মধ্যে রহিম নামের ইজিবাইক চালক বলেন, আটকের পর ভেবেছিলাম জেল-জরিমানা করবে। কিন্তু জেলা প্রশাসক এসে খাদ্যসামগ্রী দিল। এতে খুব ভালো লাগছে। লকডাউনের বাকি দিনগুলো গাড়ি না চালালেও পরিবার নিয়ে অসুবিধা হবে না।

স্বাস্থ্যবিধি না মানা ও লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় কঠোর বিধিনিষেধের গত এক সপ্তাহে উখিয়ায় ১২২ মামলায় ১ লক্ষ ৭৬ হাজার টাকা জরিমানা ও ৩ জনকে বিনাশ্রমে কারাদণ্ড দেয় প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

nupa alam

Recent Posts

মাকে কুপিয়ে হত্যার পর থানা এসে হাজির যুবক

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা…

3 hours ago

টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…

3 days ago

চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ

চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…

3 days ago

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…

3 days ago

সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…

4 days ago

পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…

4 days ago