নিজস্ব প্রতিবেদক : টেকনাফে শরণার্থী শিবির থেকে অস্ত্র ও গুলিসহ পাঁচজন রোহিঙ্গাকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।
এপিবিএন ১৬ এর অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, বুধবার বিকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২১ নম্বর চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়।
আটকরা হল, টেকনাফের ২১ নম্বর চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকের মোহাম্মদ সেলিমের ছেলে মোহাম্মদ জোবায়ের (১৯), বি-১ ব্লকের আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. নুর আলম (২০), এ-৬ ব্লকের জামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ ইয়াকুব (২৭), বি-১ ব্লকের মোহাম্মদ ইসলামের ছেলে আমির হোসেন (৩০) ও এ-৭ ব্লকের আবু তাহেরের ছেলে মোহাম্মদ রিদুয়ান (১৮)।
পুলিশ সুপার তারিকুল বলেন, বিকালে টেকনাফের ২১ চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকের বাসিন্দা মোহাম্মদ উল্লাহ’র ছেলে রশিদ উল্লাহ’র বসত ঘরে ৫/৬ জন দুষ্কৃতিকারি অবস্থান করছে খবরে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে রশিদ উল্লাহ দৌঁড়ে পালানোর সময় তার কোমর থেকে দেশিয় তৈরী ১ টি বন্দুক ও ১ টি গুলি পড়ে যায়। এসময় রশিদ পালিয়ে যেতে সক্ষম হলেও ফেলে যাওয়া অস্ত্র ও গুলি জব্দ করা হয়।
“ পরে রশিদ উল্লাহ’র বসত ঘরে অবস্থানকারি ৫ জন দুষ্কৃতিকারিকে আটক করা হয়। এসময় তাদের স্বীকারোক্তি মতে ঘরটি থেকে আরো ৩ টি গুলি উদ্ধার করা হয়। ”
এ ঘটনায় রশিদ উল্লাহকে পলাতক দেখিয়ে আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান তারিকুল।
উখিয়া প্রতিবেদক : উখিয়ার কুতুপালংয়ে জমি বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে আহত এক নারী দুইদিন পর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় মাতামুহুরী নদীতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। চকরিয়া থানার ওসি মো.…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের সমুদ্র সৈকতে ২৫০ টি অলিভ রিডলি প্রজাতির কাছিমের বাচ্চা অবমুক্ত করা…
মহেশখালী প্রতিবেদক : মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা ঘাট সংলগ্ন এলাকায় স্থানীয় জনতার তৎপরতায় ডাকাতির…
টেকনাফ প্রতিবেদক: টেকনাফের সেন্টমার্টিন উপকূলের গভীর সাগর থেকে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২১৪ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার…
নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে কক্সবাজার শহরের…