নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারিতে লকডাউনের নির্দেশনা অমান্য করে টেকনাফে শরণার্থী শিবিরে ‘দোকান খোলা রাখার’ অভিযোগে চারজন রোহিঙ্গাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) ১৬ এর অধিনায়ক পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, বুধবার দুপুরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২২ নম্বর উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়।
অর্থদন্ড প্রাপ্তরা হল, টেকনাফের ২২ নম্বর উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের এ-১ ব্লকের মোহাম্মদ ইউনুসের ছেলে মোহাম্মদ সাকের (৪০) ও দিলদার আহমদের ছেলে মোহাম্মদ হোসেন (২৭) এবং ক্যাম্পটির এ-৫ ব্লকের রশিদ আলমের ছেলে মোহাম্মদ আইয়ুব (১৯) ও আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রিয়াজ (৩৩)।
পুলিশ সুপার তারিকুল বলেন, দুপুরে টেকনাফের ২২ নম্বর উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে সিআইসি (ক্যাম্প ইনচার্জ) এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ক্যাম্পটির এ-১ এ এ-৫ ব্লকে লকডাউনের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার অভিযোগে ৪ জন রোহিঙ্গা দোকানীকে অর্থদন্ডের সাজা দেয়া হয়।
“ এসময় অভিযুক্ত দোকানীদের প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ”
তিনি জানান, নির্দেশনা অমান্যকারি অর্থদন্ডপ্রাপ্ত রোহিঙ্গাদের সতর্ক করে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পে করোনা সংক্রমণ প্রতিরোধে প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনী কড়া নজরদারির পাশাপাশি কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তারিকুল।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…