যুক্তরাষ্ট্রে ৩ দিনে বন্দুক সহিংসতায় নিহত ১৫০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ৩ দিনে ৪ হাজার গোলাগুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে গুলিবিদ্ধ হয়ে ১৫০ জন নিহত হয়েছেন। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান গান ভায়োলেন্স আর্কাইভ এ তথ্য প্রকাশ করেছে।

স্থানীয় সময় সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের খবরে বলেছে, গত শুক্র এবং শনিবার দেশজুড়ে অতিরিক্ত সহিসংসতার খবর পাওয়া গেছে। মার্কিনীরা নিজদের কাছে খুব সহজেই অস্ত্র রাখতে পারায় এ ধরনের ঘটনা বাড়ছে মনে করেন বিশেষজ্ঞরা।

বিশেষ করে গত ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবেস সবচেয়ে বেশি অপরাধের ঘটনা ঘটে। দিবসটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় আতশবাজি ফোটানো হয়। এ সুযোগে প্রতিপক্ষের ওপর হামলার সুযোগ নিয়ে থাকতে পারে অনেকে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হতাহতের পরিসংখ্যান আরও বাড়তে পারে। বিশেষ করে শিকাগো অঙ্গরাজ্যে সহিংসতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। শুধু গত বছরেই ৭৭৪ জনকে গুলি করে হত্যা করা হয়। আর চলতি বছরের ৪ জুলাই মোট ৮৮ জনকে গুলি করা হয়েছে। এতে মারা গেছেন ১৪ জন। সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দীর্ঘদিন চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। কিন্তু বরাবরের মতোই ব্যর্থ হচ্ছে নিরাপত্তা বাহিনী।

এদিকে নিউইয়র্কে শুক্র থেকে রবিবার অস্বাভাবিকভাবে গোলাগুলির ঘটনা বেড়েছে। এতে নিহত হন ১৩ জন। এসব ঘটনায় জড়িত থাকায় কয়েকজনকে আটক করা সম্ভব হয়েছে। খবরে বলা হয়েছে, চলতি বছরের সোমবার পর্যন্ত শুধু বন্দুক সহিংসতায় মারা গেছেন ২২ হাজার ৫৩৬ জন।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

4 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

4 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

1 month ago