ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের হেয়াইক্যং ইউনিয়নের উংচিপ্রাং গ্রামে অভিযান চালিয়ে মাদক সিন্ডিকেটের সদস্য মোঃ শাকের উরফে ডালিমকে (২৮) কে ইয়াবা ও বিয়ারসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সদস্যরা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফার মুকুল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,সোমবার (৫জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাঁরই নেতৃত্বে মাদকের একটি বড় চালানের জন্য টেকনাফ থানাধীন হোয়াইক্যাং ইউনিয়নের উংমচিপ্রাং এলাকায় অবস্থান করে। পরবর্তীতে সকালে চালানের মালিক মৃত সফর আহমদের ছেলে মোঃ শাকেরের বাসায় অভিযান পরিচালনা করে ২০ হাজার ইয়াবা ও ১২০ ক্যান আমেরিকান (ডাইয়াব্লু) বিয়ার উদ্ধার করা হয়।
জিজ্ঞেসাবাদে শাকের আরও ৫ সিন্ডিকেট সদস্যদের নাম প্রকাশ করে এবং জানায় দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার কথা স্বীকার করে। এছাড়া এলাকাবাসীও তাদের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ জানিয়ে আসছিলো।
উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা বাদী হয়ে উভয়কে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(গ) ও ৪১ ধারায় টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, এরআগের দিন ৪৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়, এবং একজনকে আটক হয়।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…