এক্সক্লুসিভ

হঠাৎ দুই নেতার পদত্যাগ নিয়ে বিএনপিতে নানা আলোচনা

প্রথম আলো : লন্ডনপ্রবাসী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব নিয়ে আলোচনার মধ্যেই বিএনপি থেকে পদত্যাগ করলেন দুই কেন্দ্রীয় নেতা। দুজনই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। একসঙ্গে হঠাৎ দুই নেতার দল ছাড়ার ঘটনাকে ইঙ্গিতপূর্ণ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নতুন ‘ষড়যন্ত্রের’ সূত্রপাত হিসেবে দেখছেন বিএনপির নীতিনির্ধারকেরা।

বিএনপির সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কর্নেল (অব.) মো. শাহজাহান মিয়া এবং দলের নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মো. হানিফ গত২৮ জুন পদত্যাগ করেন। তাঁদের পদত্যাগে দলের খুব একটা ক্ষতি হবে না বলেই মনে করছেন বিএনপির নীতিনির্ধারকেরা। এর কারণ হিসেবে বলছেন, দলের কোনো দায়িত্বশীল পদে ওই দুজন ছিলেন না। দলে তাঁদের তেমন প্রভাবও ছিল না।বিজ্ঞাপন

তবে ওই দুজনের পদত্যাগের পেছনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তাদের শুভাকাঙ্ক্ষী মহলের মদদ আছে বলে মনে করছে বিএনপি। দলের বিভিন্ন পর্যায়ের একাধিক দায়িত্বশীল নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দুই নেতার পদত্যাগের নেপথ্য লক্ষ্য কার্যত দুটি। প্রথমত তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ভবিষ্যৎ নিয়ে ওঠা আলোচনা বা বিতর্ককে আরও দৃঢ় করা এবং এই ইস্যুতে বিএনপিকে ব্যস্ত রাখা। দ্বিতীয়ত তারেক রহমান ইস্যু উসকে দিয়ে দলে বিভক্তি সৃষ্টি করা, যাতে মাঠপর্যায়ে দলের নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো যায়।

অবশ্য মো. হানিফ পদত্যাগের পেছনে ‘অন্য কিছু’ নেই বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমার বয়স ৬৮ বছর। শরীরটা ভালো যাচ্ছে না। নতুন প্রজন্মকে সুযোগ করে দিতে পদত্যাগ করেছি।’

মো. হানিফ ও মো. শাহজাহান মিয়া পদত্যাগপত্রে স্বাস্থ্যগত কারণের কথা উল্লেখ করেছেন।

একসঙ্গে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে মো. হানিফ বলেন, ‘কথা ছিল আমি আগে পদত্যাগ করব, পরে উনি (মো. শাহজাহান মিয়া) করবেন। শেষে ওনার পরামর্শে দুজন একসঙ্গেই করলাম।’বিজ্ঞাপন

এ বিষয়ে মো. শাহজাহান মিয়া গতকাল রোববার রাতে বলেন, ‘আর ভালো লাগছিল না, শরীরটাও ভালো না। তাই পদত্যাগ করেছি।’ আবার কখনো রাজনীতিতে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে কিছুটা সময় নিয়ে তিনি বলেন, ‘মনে হয় না।’

বিএনপি সূত্র জানায়, ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক কিছু পরিকল্পনা নিয়ে ওই দুই নেতা কাজ করছিলেন। এর মধ্যে ২০–দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টকে সক্রিয় করার পরিকল্পনাও রয়েছে। এ লক্ষ্যে কিছু কাজ তাঁরা অনেক দূর এগিয়ে নিয়েছেন। দলটির নেতাদের কারও কারও ধারণা, সরকারি মহল বিষয়টি টের পেয়ে শুরুতেই এই পরিকল্পনা ভণ্ডুল করতে মাঠে নেমেছে। বিএনপির নেতৃত্ব নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করা এবং দুই নেতার একত্রে পদত্যাগের ঘটনার সঙ্গে যোগসূত্র আছে।

২০-দলীয় জোটের শীর্ষ পর্যায়ের একটি সূত্র জানায়, দলে উপযুক্ত কদর না পাওয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব নিয়ে হতাশা থেকে তাঁরা পদত্যাগ করেছেন।

জানা গেছে, ২০০৭ সালের এক-এগারো পরবর্তী পরিস্থিতিতে বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত সচিব, সেনা ও পুলিশ কর্মকর্তা বিএনপিতে যোগ দেন। মো. শাহজাহান মিয়া ও মো. হানিফও ওই সময় বিএনপিতে যোগ দিয়েছিলেন। শাহজাহান মিয়া বিএনপির আগের কেন্দ্রীয় কমিটিতে বন ও পরিবেশবিষয়ক সম্পাদক পদে ছিলেন। তিনি ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে তিনি মনোনয়ন পাননি, দলেও তাঁর কোনো পদও ছিল না। আর মো. হানিফ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। তাঁর সংসদীয় এলাকা সিরাজগঞ্জ-২। সেখানে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ। দুই নেতার পদত্যাগের বিষয়ে নাম উদ্ধৃত হয়ে কথা বলতে রাজি হননি বিএনপির উচ্চপর্যায়ের দায়িত্বশীল নেতারা। তবে নাম না প্রকাশের শর্তে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা বলেন, তাঁদের কাছে তথ্য আছে, দলের বিভিন্ন পর্যায়ের আরও কয়েকজন নেতা পদত্যাগ করতে পারেন। তাঁদের মধ্য অবসরপ্রাপ্ত একাধিক সামরিক কর্মকর্তাও রয়েছেন।

nupa alam

Recent Posts

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কক্সবাজারে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ ও অনুদান প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’

নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার বৈষম্যবিরোধী গণআন্দোলনে কক্সবাজারে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ এবং শহীদদের কবর জিয়ারত…

16 mins ago

কুতুবদিয়ায় বিশ্ব নদী দিবস পালিত

ফয়সাল উদ্দিন রিপন, কুতুবদিয়া : "নদী দূষণ বন্ধ কর, প্লাস্টিক দূষণ বন্ধ কর"এ স্লোগানকে সামনে…

17 mins ago

টেকনাফে নিখোঁজ মেয়ে শিশুর বস্তিাবন্দি মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজের নয় ঘন্টা পর এক মেয়ে শিশুর বস্তাবন্দি…

26 mins ago

৩৫ হাজার ইয়াবা সহ পুলিশ কনস্টেবল সহ আটক ২

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে ৩৫ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবলকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।…

36 mins ago

সেনা কর্মকর্তারা ম্যাজিষ্ট্রেসি ক্ষমতাপ্রাপ্ত : মব জাষ্টিস নিন্দনীয়

মোহাম্মদ জাহাঙ্গীর, এডভোকেট বিগত ১৮ সেপ্টেম্বরের দেশের প্রায় সকল পত্রিকায় প্রধান সংবাদ-শিরোনাম ছিল ফৌজদারী কার্যবিধির,…

2 hours ago

৪৮ মামলার আসামী জিয়াবুলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান : অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডি ইউনিয়ন থেকে যৌথ বাহিনী অভিযানে ৪৮ মামলার আসামী…

2 hours ago