নিজস্ব প্রতিবেদক : লকডাউনের তিন দিনে কক্সবাজারে ৬১৫ জনকে দণ্ডিত করা হয়েছে। আদায় করা হয়েছে ৪ লাখ ৩২ হাজার ৫০ টাকা জরিমানা আদায়। একই সঙ্গে ৩ জনকে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার তৃতীয় দিনে পর্যটন নগরী কক্সবাজারে অহেতুক ঘরের বাইরে ঘোরাঘুরি ও অযাচিত যানবাহন চলাচলের কারণে ৩৩টি অভিযান পরিচালিত হয়েছে। দিনব্যাপী অভিযানে ২০৯টি মামলায় ২২৫ জনকে দণ্ডিত করা হয়েছে। দণ্ডিতদের কাছ থেকে ১ লাখ ৫৪ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও তিনজনকে কারাদণ্ড দেয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতালা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, কক্সবাজার জেলায় ৩৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, নৌ-বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার সদস্যরা টহল অব্যাহত রেখেছে। কঠোর লকডাউনের তৃতীয় দিনে জেলায় ৩৩টি অভিযানে ২০৯টি মামলা দায়ের করা হয়। দণ্ডিত ২২৫ জনের কাছ থেকে ১ লাখ ৫৪ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়। সবাই অকারণে বা খোঁড়া অজুহাতে ঘরের বাইরে বের হয়ে ঘোরাঘুরি ও অপ্রয়োজনে যানবাহন নিয়ে বের হওয়ার কারণে এই মামলা ও জরিমানা আদায় করা হয়। এছাড়াও তিনজনকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে লকডাউনের তৃতীয় দিন শনিবার সকালে পানবাজার এলাকায় যান কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশ সুপার মো. হাসানুজ্জামানসহ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, নৌ-বাহিনী ও আনসার সদস্যরা। তারা অপ্রয়োজনীয় যানবাহন আটককে ব্যবস্থা গ্রহণ করছেন। পাশাপাশি নানা অজুহাতে ঘরের বাইরে আসা মানুষদের সতর্ক করছেন। আবার অনেক সময় জরিমানাও করছেন।
শুধু প্রধান সড়কস্থ পানবাজার এলাকায় নয়; শহরের বিমানবন্দর সড়ক, হলিডে’র মোড়, জাম্বুর মোড়, কলাতলীর ডলফিন চত্বর, বাস টার্মিনাল ও লিংক রোডেও একই অবস্থা। এ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছে সেনাবাহিনী, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। তারা অপ্রয়োজনীয় যানবাহন আটকানোর পাশাপাশি ঘরের বাইরে এসে অহেতুক ঘোরাঘুরি করছে এমন লোকজনদেরও জরিমানার আওতায় আনছেন।
এর আগে গত দু’দিনে ৮০টি অভিযানে ৩৭৫টি মামলায় দণ্ডিত হয়েছেন ৩৯০ জন। এছাড়াও জরিমানা আদায় করা হয়েছে দুই লাখ ৭৮ হাজার টাকা।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহি বাসের সাথে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। বৃহস্পতিবার…
১৩৮৭ রাখাইন বর্ষ বরণে কক্সবাজারে জলকেলি উৎসব নিজস্ব প্রতিবেদক : রাখাইন পঞ্জিকা অনুসারে ১৩৮৬ রাখাইন…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে মেরিন ড্রাইভের পাশের খোলা জায়গায় অবিষ্ফোরিত অবস্থায় পাওয়া হ্যান্ড গ্রেনেডটি (হাত…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে নিজ ভাগিনাকে অপহরণের পর মুক্তিপণ পেয়েও হত্যা করেছে…
নিজস্ব প্রতিবেদক : প্রতিবেশী দেশ ভারতের সাথে মিল রেখে ১৫ এপ্রিল থেকে মাছ শিকারে নিষেধাজ্ঞা…