নিজস্ব প্রতিবেদক : টেকনাফ উপজেলায় তিন ভাইকে একদল রোহিঙ্গা কর্তৃক গুলি করার ঘটনায় দায়ের মামলায় নারীসহ দুই আসামীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।
এপিবিএন ১৬ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম জানিয়েছেন, শনিবার দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পে এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হল, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের সি-৮ ব্লকের মৃত মোহাম্মদ বশরের ছেলে মো. ফজল হক (৫০) এবং একই ক্যাম্পের মোহাম্মদ জামালের স্ত্রী হামিদা খাতুন (২৫)।
গত ৩০ জুন ভোর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শরণার্থী ক্যাম্প সংলগ্ন দমদমিয়া নেচার পার্ক এলাকায় ৬/৭ জনের এক রোহিঙ্গা দূর্বৃত্ত স্থানীয় বাসিন্দা মো. হাবিবুর রহমানের বাড়ীতে হামলা চালায়। এসময় বাড়ীর সদস্যদের মারধর করার পাশাপাশি দূর্বৃত্তরা এলোপাতাড়ী গুলি ছুড়ে।
এতে মো. হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ সালামত উল্লাহ (২৫), মোহাম্মদ রহমত উল্লাহ(২১) ও মোহাম্মদ হাসান উল্লাহ (১৫) গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় মো. হাবিবুর রহমান বাদী হয়ে ১০ জনকে আসামী করে টেকনাফ থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তাররা ওই মামলার এজাহারভূক্ত আসামী বলে জানান এপিবিএন অধিনায়ক তারিকুল।
তারিকুল বলেন, টেকনাফে স্থানীয় বাসিন্দার বাড়ীতে হামলা চালিয়ে তিন ভাইকে গুলিবিদ্ধ করার ঘটনায় দায়ের মামলার এজাহারভূক্ত কয়েকজন আসামী শনিবার দুপুরে ২৭ নম্বর জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে খবরে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এতে অভিযানের বিষয়টি টের পেয়ে ২/৩ জন আসামী পালিয়ে গেলেও নারীসহ দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
” গ্রেপ্তারদের মধ্যে মো. ফজল হক জাদিমুরাসহ বিভিন্ন ক্যাম্প এলাকায় অপহরণ, ডাকাতি, মাদকপাচার, মানবপাচার ও নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তার নারী হামিদা খাতুনের বিরুদ্ধে রোহিঙ্গা দূর্বত্তদের নানাভাবে সহায়তা করার অভিযোগ পাওয়া গেছে। “
এপিবিএন অধিনায়ক জানান, মামলার অন্য আসামীদের গ্রেপ্তারে এপিবিএন সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে।
গ্রেপ্তার আসামীদের আইনগত ব্যবস্থা নিয়ে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…