তিন সহোদরকে গুলির ঘটনায় দুই রোহিঙ্গা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : টেকনাফ উপজেলায় তিন ভাইকে একদল রোহিঙ্গা কর্তৃক গুলি করার ঘটনায় দায়ের মামলায় নারীসহ দুই আসামীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

এপিবিএন ১৬ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম জানিয়েছেন, শনিবার দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পে এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হল, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের সি-৮ ব্লকের মৃত মোহাম্মদ বশরের ছেলে মো. ফজল হক (৫০) এবং একই ক্যাম্পের মোহাম্মদ জামালের স্ত্রী হামিদা খাতুন (২৫)।

গত ৩০ জুন ভোর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শরণার্থী ক্যাম্প সংলগ্ন দমদমিয়া নেচার পার্ক এলাকায় ৬/৭ জনের এক রোহিঙ্গা দূর্বৃত্ত স্থানীয় বাসিন্দা মো. হাবিবুর রহমানের বাড়ীতে হামলা চালায়। এসময় বাড়ীর সদস্যদের মারধর করার পাশাপাশি দূর্বৃত্তরা এলোপাতাড়ী গুলি ছুড়ে।

এতে মো. হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ সালামত উল্লাহ (২৫), মোহাম্মদ রহমত উল্লাহ(২১) ও মোহাম্মদ হাসান উল্লাহ (১৫) গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় মো. হাবিবুর রহমান বাদী হয়ে ১০ জনকে আসামী করে টেকনাফ থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তাররা ওই মামলার এজাহারভূক্ত আসামী বলে জানান এপিবিএন অধিনায়ক তারিকুল।

তারিকুল বলেন, টেকনাফে স্থানীয় বাসিন্দার বাড়ীতে হামলা চালিয়ে তিন ভাইকে গুলিবিদ্ধ করার ঘটনায় দায়ের মামলার এজাহারভূক্ত কয়েকজন আসামী শনিবার দুপুরে ২৭ নম্বর জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে খবরে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এতে অভিযানের বিষয়টি টের পেয়ে ২/৩ জন আসামী পালিয়ে গেলেও নারীসহ দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

” গ্রেপ্তারদের মধ্যে মো. ফজল হক জাদিমুরাসহ বিভিন্ন ক্যাম্প এলাকায় অপহরণ, ডাকাতি, মাদকপাচার, মানবপাচার ও নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তার নারী হামিদা খাতুনের বিরুদ্ধে রোহিঙ্গা দূর্বত্তদের নানাভাবে সহায়তা করার অভিযোগ পাওয়া গেছে। “

এপিবিএন অধিনায়ক জানান, মামলার অন্য আসামীদের গ্রেপ্তারে এপিবিএন সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে।

গ্রেপ্তার আসামীদের আইনগত ব্যবস্থা নিয়ে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।

nupa alam

Recent Posts

চকরিয়ায় বাস-অটোরিক্সার সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহি বাসের সাথে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে…

5 hours ago

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক : উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। বৃহস্পতিবার…

5 hours ago

মঙ্গল জলে মাতোয়ারা রাখাইন তরুণ-তরুণী

১৩৮৭ রাখাইন বর্ষ বরণে কক্সবাজারে জলকেলি উৎসব নিজস্ব প্রতিবেদক : রাখাইন পঞ্জিকা অনুসারে ১৩৮৬ রাখাইন…

6 hours ago

টেকনাফের ‘হ্যান্ড গ্রেনেড’টি বিস্ফোরণ করে নিষ্ক্রিয় করল সেনা বাহিনী

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে মেরিন ড্রাইভের পাশের খোলা জায়গায় অবিষ্ফোরিত অবস্থায় পাওয়া হ্যান্ড গ্রেনেডটি (হাত…

8 hours ago

মুক্তিপণ পেয়েও অপহৃত ভাগিনাকে হত্যা; মামা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে নিজ ভাগিনাকে অপহরণের পর মুক্তিপণ পেয়েও হত্যা করেছে…

9 hours ago