কক্সবাজারে কঠোর লকডাউনের প্রথম দিনে দন্ডিত ১৭২ জন, ৯১৬৫০ টাকা জরিমানা আদায়

বিশেষ প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে পর্যটন নগরী কক্সবাজারে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবুও অকারণে বা খোঁড়া অজুহাতে ঘরের বাইরে বের হচ্ছে মানুষ।

বৃহস্পতিবার (১ জুলাই) বিধিনিষেধ অমান্য করে ঘর থেকে বের হয়ে সড়কে ঘোরাঘুরি ও অযাচিত যানবাহন চলাচল করার কারণে ১৭২ জনকে দন্ডিত করা হয়েছে। এর মধ্যে ১৬১টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে ৯১ হাজার ৬৫০ টাকা।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া সুলতানা বলেন, জেলায় ৩৭ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, সেনা বাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল অব্যাহত রেখেছে। কঠোর লকডাউনের প্রথম দিন জেলায় ৫০টি অভিযানে ১৬১টি মামলা দায়ের করা হয়। দন্ডিত ১৭২ জনের কাছ থেকে ৯১ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়। সবাই অকারণে বা খোঁড়া অজুহাতে ঘরের বাইরে বের হয়ে ঘোরাঘুরি ও অপ্রয়োজনে যানবাহন নিয়ে বের হবার কারণে এই মামলা ও জরিমানা আদায় করা হয়। তবে প্রথম দিন কাউকে কারাগারে প্রেরণ করা হয়নি।

বৃহস্পতিবার সকাল থেকে দেখা যায়, অপ্রয়োজনীয় যানবাহনগুলো শহরে ঢোকার জন্য মরিয়া। কিন্তু তার আগেই বাস টার্মিনাল ও কলাতলীর মোড় এলাকায় অবস্থান নেয় পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, আনসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা। পন্যবাহী গাড়ি ছাড়া বাকি সব গাড়িকে যাছাই করে অপ্রয়োজনীয় যানবাহনগুলোকে আটক করে জরিমনা করা হচ্ছে।

কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নের জন্য ভোর থেকে জেলা পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। অন্য যে কোন সময়ের চেয়ে মাঠে এবার পুলিশের সদস্য সংখ্যা অনেক বেশি। পুরো কক্সবাজার জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের অনেকগুলো মোবাইল টিম মাঠে রয়েছে। এছাড়াও হাইওয়েগুলোতে ৮টি চেকপোস্ট বসানো হয়েছে। অর্থাৎ কঠোর লকডাউনের বিধি-নিষেধের আওতা বর্হিভূত যে সমস্ত মানুষ এবং যানবাহন চলাচল করছে এগুলো কঠোর নজরদারির মধ্যে রয়েছে। পাশাপাশি বেশ কিছু মোটর সাইকেল ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হচ্ছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, জেলায় সকাল থেকে ৩৭ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট জেলা ও উপজেলাগুলোতে কাজ করেছে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, আনসারসহ প্রশাসন এমনভাবে সমন্বয় সঙ্গে কাজ করছি, যাতে লকডাউনের সর্বাত্মক যে কঠোর বিধি-নিষেধের বার্তা কারণে মানুষের ধারণা হয়েছে যা মানতে হবে। না মানলে আইন প্রয়োগ করতে হবে এবং কোন কোন ক্ষেত্রে এই আইন প্রয়োগও করা হয়েছে।

nupa alam

Recent Posts

টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…

1 day ago

চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ

চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…

1 day ago

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…

2 days ago

সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…

3 days ago

পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…

3 days ago

সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…

3 days ago