কাইছার সিকদার, কুতুবদিয়া : কুতুবদিয়ায় “রিক”এনজিও সংস্থার কর্মচারি ওয়ালী ফায়সাল (২৫) নামের এক যুবকের নিজ রুম থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে কুতুবদিয়া থানা পুলিশ।
নিহত ওয়ালী ফায়সাল চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন উথুলী এলাকার মোহাম্মদ সোনা মিয়ার ছেলে।
তবে তার চাকুরির বায়োডাটা থেকে তার বর্তমান ঠিকানা মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানাধীন পলাশপুর বলে জানা গেছে।
রিক এনজিওতে প্রকৌশলী পদে চাকুরির সুবাধে তিনি কুতুবদিয়া দ্বীপে মঙ্গলবার (২৯জুন) সকাল সাড়ে নয়টার দিকে বড়ঘোপ বায়তুশ শরফ সড়কের মির কাশেমের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে৷
রিকের কর্মচারি সিরাজুল মোস্তফা জানান, একই বাসায় আমিও থাকতাম। আমি সাড়ে ৮টার দিকে অফিসে চলে যাই। এরপর আনুমানিক সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করেন তিনি। তবে কি কারণে আত্মহত্যা করেছে তিনি জানেন না।
তিনি আরো জানান, গত পাঁচ জুন থেকে ওয়ালী ফায়সাল কুতুবদিয়া উপজেলা “রিক” অফিসে প্রকৌশলী পদে যোগদান করেন এবং বায়তুশ শরফ সড়কের রুপিয়া নিবাসের এই রুমে ১০জুন থেকে বসবাস করে আসছিলেন।
পাশের বাসার ভাড়াটিয়া আতিক তালুকদার জানান, ২৮জুন রাতে তাঁকে বাসার বাইরে রাস্তায় কান্নারত অবস্থায় ফোনে কথা বলতে দেখা গেছে, তারপর তিনি ফয়সালের রুমম্যাট সিরাজুল মোস্তফাকে বিষয়টি অবগত করেন৷ তবে কার সাথে তিনি কথা বলতেছিলেন সেটা জানা যায়নি৷
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওমর হায়দার জানান, প্রথমিক সুরতহাল অনুযায়ী মনে হচ্ছে এটি একটি আত্মহত্যা। পারিবারিক কোন দ্বন্দের জেরে কারো সাথে মনোমালিন্যের কারণে গলায় ফাঁস লাগিয়ে এই আত্মহত্যা করছেন বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে থানায় অপমৃত্যু মামলা রুজু করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মুহাম্মদ জুয়েল ইসলাম জানান, মৃত ওয়ালী ফয়সালের ব্যবহৃত মোবাইল ফোন পুলিশ জব্দ করেছে। তার কল লিষ্ট ও ভয়েস অনুসন্ধান করে ঘটনার বিষয়টি উদঘাটন করা হবে।
নিজস্ব প্রতিবেদক : টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে মাদ্রাসা পড়ুয়া এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে;…
জাহাঙ্গীর আলম ছিদ্দিকী : লেখক, কলামিস্ট ও শিক্ষক, দক্ষিণ খুরুশকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়।শিক্ষার্থীর নাম :…
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রবিবার…
শহীদ উল্লাহ : লাইলা বেগম, যেন এক সংগ্রামি নারীর নাম। স্বামী কক্সবাজারের টেকনাফ পৌরসভার পুরাতন…
এম জাহেদ চৌধুরী, চকরিয়া : চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামের ঘুষ গ্রহণের…
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের আশেপাশে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান…