মেজর সিনহা হত্যা মামলার বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক : অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা ঘটনার প্রায় ১১ মাস পর ১৫ জন আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলায় স্বাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছে আদালত।

এদিকে শুনানীর নির্ধারিত দিনে ৬ আসামীর জামিন না মঞ্জুর করেও আদেশ দিয়েছেন আদালত। এছাড়া মামলার স্বাক্ষীদের মধ্যে ১০ জনের স্বাক্ষ্যগ্রহণ আগামী ২৬, ২৭ ও ২৮ জুলাই অনুষ্ঠিত হবে।

রোববার দুপুর পৌণে ১ টায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালত এ আদেশ দিয়েছেন বলে জানান কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

শুনানীর সময় মামলার চার্জশীটভূক্ত ১৫ জন আসামীই আদালতে উপস্থিত ছিলেন।

মামলার আসামীরা হল, টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী, টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, সাবেক এসআই নন্দ দুলাল রক্ষিত ও এসআই লিটন মিয়া, সাবেক কনস্টেবল সাফনুর করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, রুবেল শর্মা ও সাগর দেব, এপিবিএন এর সদস্য সাবেক এসআই মোহাম্মদ শাহজাহান, সাবেক কনস্টেবল মোহাম্মদ রাজীব ও মোহাম্মদ আব্দুল্লাহ এবং পুলিশের দায়ের মামলার স্বাক্ষী মো. নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও মোহাম্মদ আয়াজ।

পিপি ফরিদুল বলেন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় শুনানীর নির্ধারিত দিনে সব আসামীদের ( ১৫ জন ) বিরুদ্ধে আদালত অভিযোগপত্র গঠন করেছে। এসময় আদালতে সব আসামী উপস্থিত ছিল। শুনানীতে মামলার স্বাক্ষীদের মধ্যে ১০ জনের স্বাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৬, ২৭ ও ২৮ জুলাই দিন ধার্য করেছেন।

“ শুনানী চলাকালে মামলার উভয়পক্ষের আইনজীবীরা নিজেদের যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। পরে বিচারক তাদের (আইনজীবীদের) যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই আদেশ দিয়েছেন। এতে সব আসামীদের দোষী সাব্যস্ত করা হয়েছে। ”

পিপি বলেন, “ অভিযোগপত্র গঠন ছাড়াও সিনহা হত্যা মামলার আসামীদের মধ্যে সাবেক পরিদর্শক লিয়াকত আলী ও সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৬ আসামীর জামিন আবেদনের শুনানীর দিন ধার্য ছিল। এ নিয়ে শুনানীতে এসব আসামীর জামিন না মঞ্জুর করেছেন। ”

জামিন না মঞ্জুর হওয়া আসামীরা হল, সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, সাবেক পরিদর্শক লিয়াকত আলী, সাবেক এসআই নন্দ দুলাল রক্ষিত ও লিটন মিয়া, সাবেক কনস্টেবল সাফানুর করিম, মো. কামাল হোসেন ও সাগর দেব।

এদিকে আদালতের আদেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামীপক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত।

রানা দাশগুপ্ত বলেন, মামলার আসামীরা নির্দোষ। এ ব্যাপারে আদালতের কাছে যুক্তি তুলে ধরা হয়েছে। আদালতের আদেশে আসামীরা ন্যায়-বিচার পায়নি। এতে সন্তুষ্ট হতে পারেননি।

ন্যায়-বিচার ফিরে পেতে উচ্চ আদালতে আবেদন জানানো হবে বলে জানান আসামীপক্ষের এ আইনজীবী।

এর আগে রোববার সকাল ১০ টা ২০ মিনিটে কক্সবাজার জেলা কারাগার থেকে অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলার চার্জশীটভূক্ত ১৫ জন আসামীকে কড়া পুলিশ পাহারায় একটি প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়। পরে শুনানী শেষে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।

গতবছর ৩১ জুলাই রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এ ঘটনায় ৫ আগস্ট তার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী এবং টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ পুলিশের ৯ সদস্যকে আসামী করে মামলা করা হয়। আদালত মামলাটি তদন্তভার দেন র‌্যাবকে।

পরদিন ৬ আগস্ট ওসি প্রদীপ কুমার দাশসহ ৭ পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। পরে শামলাপুর চেকপোস্টে দায়িত্ব পালনকারি আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) তিন সদস্য এবং সিনহা হত্যার ঘটনায় পুলিশের দায়ের মামলার স্বাক্ষী স্থানীয় তিনজন বাসিন্দাকে আসামী দেখিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামীদের মধ্যে সাবেক ওসি প্রদীপ ও কনস্টেবল রুবেল শর্মা ছাড়া অপর ১২ জন আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এ হত্যা মামলায় গত ১৩ ডিসেম্বর তদন্তকারি কর্মকর্তা ওসি প্রদীপসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দিয়েছিলেন। এতে টেকনাফ থানার সাবেক দুই পুলিশ সদস্যকে নতুন করে আসামী করা হয়। তারা হচ্ছেন, কনস্টেবল সাগর দেব ও কনস্টেবল রুবেল শর্মাকে।

পরে র‌্যাব কনস্টেবল রুবেল শর্মাকে গ্রেপ্তার করলেও কনস্টেবল সাগর দেব পলাতক ছিল। অবশেষে গত ২৪ জুন পলাতক আসামী সাগর দেবও আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন। পরে ওইদিন শুনানী শেষে আদালত তার জামিন আবেদনের শুনানীর জন্য ২৭ জুন দিন ধার্য করে আদেশ দেন।

এদিকে প্রায় নয় মাস আগে দুদকের একটি মামলায় হাজিরা দিতে গত ১২ সেপ্টেম্বর ওসি প্রদীপকে কক্সবাজার থেকে চট্টগ্রাম কারাগারে নেয়া হয়েছিল। এরপর গত ১০ জুন তাকে চট্টগ্রাম থেকে কক্সবাজার জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছিল।

nupa alam

Recent Posts

কক্সবাজারে গাজায় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ থেকে ভাংচুরের ঘটনায় মামলা : গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে কক্সবাজার শহরের…

17 hours ago

সাগর থেকে অন্তত ২২ জেলে সহ ৪টি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে অনন্ত ২২ জন জেলে সহ ৪টি মাছ ধরার…

20 hours ago

টেকনাফে অপহৃত দুই জন মুক্তিপণে ছাড়া

টেকনাফ প্রতিবেদক : টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকার থেকে অপহৃত দুইজনকে ৩ লাখ ৩০…

21 hours ago

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

রামু প্রতিবেদক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও আরাকান আর্মি পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মো: তৈয়ব…

22 hours ago

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

চকরিয়া প্রতিবেদক : চকরিয়ায় বন্যহাতির আক্রমনে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার রাতে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী…

22 hours ago

গাজায় আগ্রাসনের প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ : ইজরায়েলি পণ্যের সাইন বোর্ড থাকা বিভিন্ন প্রতিষ্ঠানে ভাংচুর

নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে সোমবার…

2 days ago