মিয়ানমারে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১২

সমকাল : মিয়ানমারে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে বিমানটি বিধ্বস্ত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শহরটির দমকল বিভাগ এ দুর্ঘটনার কথা জানিয়েছে। খবর রয়টার্সের

দেশটির সামরিক বাহিনীর মালিকানাধীন মায়াওয়াদি টেলিভিশনের খবরে বলা হয়েছে, বিমানটি রাজধানী নেপিদো থেকে পিউন ও লুইন শহরের দিকে যাচ্ছিল। মান্দালয়ের কাছে একটি স্টিলের কারখানা থেকে ৩০০ মিটার দূরে বিমানটি আছড়ে পড়ে।

বিমানটির আরোহীদের মধ্যে সামরিক বাহিনীর ছয় সদস্যের পাশাপাশি কয়েকজন সন্ন্যাসীও ছিলেন। তারা একটি বৌদ্ধ বিহারের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

বিমানটি যেখানে পড়েছে সেখানে কেউ হতাহত হয়েছে কিনা জানা যায়নি। 

বিধ্বস্ত বিমানের চালক ও এক যাত্রী জীবিত আছেন এবং তাদের একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

বিমান দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ছবিতে বিধ্বস্ত বিমানের মূল কাঠামোটিকে মারাত্মক ক্ষতিগ্রস্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থান হয় দেশটিতে। ক্ষমতাচ্যুত করা হয় ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নেত্রী অং সান সু চিকে। এরপরই সেনাবিরোধী আন্দোলন শুরু হয় দেশজুড়ে। সামরিক জান্তার দমন-পীড়নে দেশটিতে অন্তত ৮৫০ জন নিহত হয়েছে।

tawhid

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago