কক্সবাজার প্রেসক্লাবকে ১০ লাখ টাকা অনুদান দিলেন মেয়র মুজিব

প্রেস বিজ্ঞপ্তি : কক্সবাজার প্রেস ক্লাবের নবনির্মিতব্য বহুতল ভবন নির্মাণ প্রকল্পের জন্য ১০ লাখ টাকার অনুদান দিয়েছে কক্সবাজার পৌরসভা।

বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চেক প্রদান করেন মেয়র মুজিবুর রহমান।

কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম মেয়রের কাছ থেকে চেক গ্রহণ করেন।

এসময় মেয়র মুজিবুর রহমান বলেন, “কক্সবাজার পৌরসভা জনসেবামূলক একটি প্রতিষ্ঠান। যে কোনো ভাল উদ্যোগের সাথে পৌরসভা সবসময় সম্পৃক্ত থাকবে। কক্সবাজার প্রেস ক্লাব যে নতুন ভবন প্রকল্পটি হাতে নিয়েছে তার সুফল ভোগ করবে এই শহরবাসী। এটি হবে একটি দৃষ্টিনন্দন আইকনিক ভবন। পৌরসভা এই উন্নয়ন প্রকল্পের সাথে সম্পৃক্ত হতে পেরে গৌরবান্বিত। আমরা আগামীতেও প্রেস ক্লাবের যে কোন ভাল উদ্যোগের সাথে থাকবো।”

পৌর মেয়র কক্সবাজার শহরের উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে বলেন, “একই সাথে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড শুরু হয়েছে। ফলে সাময়িক নাগরিক দুর্ভোগ ও অসুবিধার জন্য পৌরবাসীর প্রতি দুঃখ প্রকাশ করেন মেয়র।

তিনি বলেন, শিগগিরই নগরবাসী চলমান সব উন্নয়নের সুফল ভোগ করবেন।

এদিকে মেয়র মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রেস ক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী বলেন, প্রেস ক্লাবের উন্নয়নে পৌরসভার এই মহতি উদ্যোগ খুবই প্রশংসার দাবী রেখে। এটি বাস্তবায়ন হলে শুধু সাংবাদিক সমাজই উপকৃত হবেনা, পুরো জেলাবাসী এর সুফল ভোগ করবে। এমন অনুদানের জন্য তিনি পৌর কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানান।

অনুদানের চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র-৩ শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর সালাউদ্দিন সেতু, প্রধান নির্বাহী কর্মকর্তা এ.কে.এম তারিকুল আলম, পৌরসভার সচিব রাসেল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল আলম, কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা জয়নাল আবেদীন চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

nupa alam

Recent Posts

টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…

1 day ago

চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ

চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…

1 day ago

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…

1 day ago

সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…

2 days ago

পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…

2 days ago

সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…

2 days ago