ফরহাদ আমিন, টেকনাফ: টেকনাফের জালিয়ারদ্বীপ এলাকা থেকে মালিক বিহীন বস্তার ভেতর থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার রাতে হ্নীলা ইউপি জালিয়ারদ্বীপ এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
বুধবার এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদী হয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান দমদমিয়া বিওপি দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে দমদমিয়া বিওপির একটি বিশেষ টহলদল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে উক্ত এলাকায় কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইজন দুষ্কৃতকারী ব্যক্তিকে একটি বস্তা নিয়ে সাঁতরিয়ে নাফনদী পার হয়ে জালিয়ারদ্বীপে দিখে আসতে দেখে। টহলদল দেখা মাত্র তাদের চ্যালেঞ্জ করে। ঔই ব্যক্তিরা দূর হতে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সাথে থাকা বস্তাটি ফেলে দিয়ে অন্ধকারে সুযোগ নিয়ে নাফনদীতে ডুব সাঁতার দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী চালিয়ে ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত মালিক বিহীন ইয়াবাগুলো পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে ষ্টোরে জমা রাখা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…