একসঙ্গে ১০ সন্তান প্রসব!

সমকাল : দক্ষিণ আফ্রিকান এক নারী একসঙ্গে ১০ সন্তান প্রসব করে বিশ্বরেকর্ড গড়েছেন। সোমবার রাতে দেশটির প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ার একটি হাসপাতালে গোসিয়াম থমারা সিথোল নামে ৩৭ বছর বয়সী কৃষ্ণাঙ্গ এই নারী একসঙ্গে ১০ সন্তানের জন্ম দেন। খবর এনডিটিভির

এর আগে গত মাসে এক সঙ্গে নয় সন্তান প্রসব করে বিশ্ব রেকর্ড করেছিলেন মরক্কোর মালিয়ান হালিমা সিসি। প্রকাশিত খবর অনুযায়ী, গোসিয়াম থমারা সিথোল ভেবেছিলেন তিনি আট সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। আলট্রাসনোগ্রামেও তাই ধরা পড়েছিল। কিন্তু সোমবার যখন তিনি একসঙ্গে ১০ সন্তানের জন্ম দেন তখন গোসিয়াম ও পরিবার হতবাক হয়ে পড়েন।

একসাথে ১০ সন্তানের জন্ম দেওয়া নারী হাউটেং (জোহানেসবার্গ) প্রদেশের প্রিটোরিয়া সংলগ্ন থেম্বিসা এলাকার বাসিন্দা।

গোসিয়ামের স্বামী তেভো সোসোটেসি গণমাধ্যমকে জানিয়েছেন, ১০ সন্তানের মধ্যে সাতজন ছেলে এবং তিনজন মেয়ে। গোসিয়াম সাত মাস সাত দিনের অন্তসত্ত্বা ছিলেন। একসঙ্গে তার স্ত্রী ১০ সন্তানের জন্ম দেওয়ায় তিনি বেশ আনন্দিত বলেও জানান।

গোসিয়াম জানান, স্বাভাবিকভাবেই তিনি গর্ভধারণ করেছেন। তিনি ফার্টিললিটির কোনো চিকিৎসা করেননি। ইতোমধ্যে অবশ্য তার ছয় বছর বয়সী যমজ সন্তান রয়েছে।

এক সাক্ষাৎকারে গোসিয়াম বলেন, প্রথম দিকে ডাক্তাররা যমজ সন্তান বলছিল। আমি নিশ্চিত ছিলাম যমজ বা ট্রিপল সন্তান হবে। এর চেয়ে বেশি নয়। কিন্তু যখন ডাক্তার আমাকে ১০ সন্তানের কথা বলেছেন তখন বিশ্বাস করতে কষ্ট হয়েছে।

তিনি আরও বলেন, আমি কেবল ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমার সমস্ত শিশুদের সুস্থ অবস্থায় বাঁচিয়ে রাখে। আমি এবং আমার সন্তানরা এখন সম্পূর্ণ সুস্থ। আমি সকল চিকিৎসককে ধন্যবাদ জানাচ্ছি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একজন প্রতিনিধি বলেছেন, সংস্থা বিষয়টি খতিয়ে দেখছে।

মঙ্গলবার সংস্থাটির একজন মুখপাত্র বলেছেন, একসঙ্গে ১০ সন্তান জন্ম দেওয়ায় গোসিয়াম থমারা সিথোল এবং তার পরিবারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। বর্তমান পরিস্থিতিতে আমরা এখনও বিষয়টি যাচাই করতে পারিনি। এই মুহূর্তে মা ও সন্তানদের সুস্থতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

tawhid

Recent Posts

টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…

2 days ago

চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ

চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…

2 days ago

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…

2 days ago

সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…

3 days ago

পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…

3 days ago

সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…

3 days ago