টেকনাফ প্রতিনিধি : টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ছয় রোহিঙ্গাকে উদ্ধার এবং এক দালালকে আটক করেছে পুলিশ।
টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান জানিয়েছেন, সোমবার বিকালে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
উদ্ধার হওয়া ৬ জন রোহিঙ্গার মধ্যে ২ জন শিশু ও ৪ জন নারী। এসব রোহিঙ্গা উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।
আটক দালাল টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকার আলী চাঁদের ছেলে নুরুল আমিন (৩০)।
ওসি হাফিজুর বলেন, সোমবার বিকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে কিছু সংখ্যক রোহিঙ্গাকে জড়ো করা হয়েছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে সমুদ্র সৈকত সংলগ্ন একটি বাড়ীতে জড়ো করা অবস্থায় ৬ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন পালিয়ে গেলেও এক দালালকে আটক করতে সক্ষম হয়।
“ উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ২ জন শিশু ও ৪ জন নারী। তারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ”
ওসি বলেন, “ সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৬ জন রোহিঙ্গাকে উদ্ধারের বিষয়টি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনা মত উদ্ধার হওয়া রোহিঙ্গাদের হস্তান্তরে ব্যবস্থা নেয়া হবে। ”
আটক দালালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান হাফিজুর রহমান।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…
View Comments