ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফে পলিথিন ব্যাগের ভেতর থেকে প্রায় ১০ হাজার ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করেছেন র্যাব ১৫।
শনিবার বিকেলে হ্নীলা বাজার এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন, হ্নীলা পশ্চিম সিকদার পাড়া এলাকার মৃত মতিউর রহমানের ছেলে মোহাম্মদ আব্দুল আজিজ (৫৬) ও লেচুংপ্রুং এলাকার মৃত আমীর হামজার ছেলে সামসুল আলম (৩৫)।
এ তথ্য নিশ্চিত করে কক্সবাজার র্যাব১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, হ্নীলা বাজার হতে উত্তরে ছালামত উল্লাহ রাইচ মিলের সামনে মাদক কারবারিরা ইয়াবা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযানে যায়। র্যাব সদস্যদের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতদের হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশি করে ৯ হাজার ৯৫০ টি ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে তারা দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।উদ্ধারকৃত ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে মাদ্রাসা পড়ুয়া এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে;…
জাহাঙ্গীর আলম ছিদ্দিকী : লেখক, কলামিস্ট ও শিক্ষক, দক্ষিণ খুরুশকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়।শিক্ষার্থীর নাম :…
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রবিবার…
শহীদ উল্লাহ : লাইলা বেগম, যেন এক সংগ্রামি নারীর নাম। স্বামী কক্সবাজারের টেকনাফ পৌরসভার পুরাতন…
এম জাহেদ চৌধুরী, চকরিয়া : চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামের ঘুষ গ্রহণের…
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের আশেপাশে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান…