এক্সক্লুসিভ

ইসরায়েলে ধর্মীয় উৎসবে পদদলনে নিহত অন্তত ৪৪

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি ধর্মীয় উৎসবে ভিড়ের মধ্যে পদদলনে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অনেকে।

শুক্রবার মাউন্ট মেরোনের পাদদেশে এ ঘটনাকে একটি ‘বড় বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

রয়টার্স জানিয়েছে, করোনাভাইরাস মহামারীর মধ্যে স্বাস্থ্যকর্মীদের সতর্কবার্তা উপেক্ষা করেই ওই পার্বত্য এলাকায় বার্ষিক লাগ বিওমর সম্মিলনে জমায়েত হয়েছিলেন লাখখানেক মানুষ।

প্রতিবছর এই দিনে দ্বিতীয় শতকের ইহুদি ধর্মগুরু র‌্যাবাই শিমন বার ইয়োচাইয়ের সমাধিতে কট্টর ইহুদিরা এই উৎসবে মিলিত হন। রাতভর সেখানে গান আর প্রার্থনা চলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইসরায়েলের পত্রিকা হারেৎজ জানিয়েছে, সমাধিতে পৌঁছানোর সরু একটি প্যাসেজের ঢালু রাস্তায় ঠাসা ভিড়ের মধ্যে কয়েকজন পিছলে পড়লে বিপর্যয়ের সূত্রপাত হয়। তাল সামলাতে না পেরে আরও অনেকে পড়ে যান।

ইসরায়েলের মাউন্ট মেরোনে ধর্মীয় উৎসবে পদদলন ও ভীড়ের চাপে হতাহতদের উদ্ধারে কাজ করছে উদ্ধার কর্মীরা। ছবি- রয়টার্স। এর মধ্যে মাইকে ভিড় ভাঙার সতর্কবার্তা দেওয়া হলে শুরু হয় হুড়োহুড়ি। অনেকেই ভিড়ের চাপে দমবন্ধ পরিস্থিতির শিকার হন বলে জানিয়েছে রয়টার্স।

ইসহাক নামে একজন স্থানীয় টুয়েলভ টিভিকে বলেন, “আমরা ভেবেছিলাম, হয়ত কোনো সন্দেহজনক বস্তুর (বোমা থাকার) বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। কেউ ভাবতে পারেনি এমন কিছু একটা হবে।

“উদযাপন পরিণত হয়েছে শোকে, একটি উজ্জ্বল আয়োজন একটি গাঢ় অন্ধকারে ডুবে গেছে।”

চিকিৎসকদের বরাত দিয়ে রয়টার্স মোট ৪৪ জনের মৃত্যুর খবর দিয়েছে। স্থানীয় পত্রিকা হারেৎজের বরাত দিয়ে বিবিসিও নিহতের একই সংখ্যা জানিয়েছে।

উদ্ধারকাজে অংশ নেওয়া মাগেন ডেভিড আদম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে ১০৩ জন আহত হয়েছে, অনেকের অবস্থা সঙ্কটজনক।

পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে তীর্থযাত্রীদের ওই এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। হতাহতদের হাসপাতালে নিতে সামরিক হেলিকপ্টারও ব্যবহার করা হয়েছে।

ইহুদি ধর্মাবলম্বীদের কাছে ‘পবিত্র স্থান’ হিসেবে বিবেচিত ওই সমাধিস্থলে প্রতি বছর এ ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়।

প্রাণহানির এ ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন এবং হোয়াইট হাউজ শোক জানিয়ে বিবৃতি দিয়েছে।

nupa alam

Recent Posts

আন্তর্জাতিকভাবে পুরস্কার পেল সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ

নিজস্ব প্রতিবেদক : দেশের পর্যটনে বড় অবদান রাখা সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ আন্তর্জাতিকভাবে…

4 hours ago

টেকনাফে ৫ কোটি টাকার মূল্যের ১ কেজি আইসসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ১ কেজি ওজনের ক্রিস্টাল মেথ আইসসহ ফিরোজ আলম (৪৭) নামে একজন…

8 hours ago

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাত করলেন ছাত্রদলের কেন্দ্রিয় নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ চট্টগ্রাম কলেজের সামাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও…

8 hours ago

ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার ইনানী সৈকতের সাগরে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে; এসময় স্থানীয়রা…

1 day ago

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নিরাপদ পর্যটনের জন্য ‘সমুদ্র সন্ধ্যা’

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার হবে সকল পেশার, শ্রেণীর, ধর্মের, লিঙ্গের মানুষের…

1 day ago

রোহিঙ্গা ক্যাম্প থেকে জি থ্রি রাইফেল সহ আরসা কমান্ডার আটক

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি জি-থ্রি রাইফেল ও গুলিসহ সন্ত্রাসী সংগঠন আরসা’র এক…

1 day ago