ইসরায়েলে ধর্মীয় উৎসবে পদদলনে নিহত অন্তত ৪৪

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি ধর্মীয় উৎসবে ভিড়ের মধ্যে পদদলনে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অনেকে।

শুক্রবার মাউন্ট মেরোনের পাদদেশে এ ঘটনাকে একটি ‘বড় বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

রয়টার্স জানিয়েছে, করোনাভাইরাস মহামারীর মধ্যে স্বাস্থ্যকর্মীদের সতর্কবার্তা উপেক্ষা করেই ওই পার্বত্য এলাকায় বার্ষিক লাগ বিওমর সম্মিলনে জমায়েত হয়েছিলেন লাখখানেক মানুষ।

প্রতিবছর এই দিনে দ্বিতীয় শতকের ইহুদি ধর্মগুরু র‌্যাবাই শিমন বার ইয়োচাইয়ের সমাধিতে কট্টর ইহুদিরা এই উৎসবে মিলিত হন। রাতভর সেখানে গান আর প্রার্থনা চলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইসরায়েলের পত্রিকা হারেৎজ জানিয়েছে, সমাধিতে পৌঁছানোর সরু একটি প্যাসেজের ঢালু রাস্তায় ঠাসা ভিড়ের মধ্যে কয়েকজন পিছলে পড়লে বিপর্যয়ের সূত্রপাত হয়। তাল সামলাতে না পেরে আরও অনেকে পড়ে যান।

ইসরায়েলের মাউন্ট মেরোনে ধর্মীয় উৎসবে পদদলন ও ভীড়ের চাপে হতাহতদের উদ্ধারে কাজ করছে উদ্ধার কর্মীরা। ছবি- রয়টার্স। এর মধ্যে মাইকে ভিড় ভাঙার সতর্কবার্তা দেওয়া হলে শুরু হয় হুড়োহুড়ি। অনেকেই ভিড়ের চাপে দমবন্ধ পরিস্থিতির শিকার হন বলে জানিয়েছে রয়টার্স।

ইসহাক নামে একজন স্থানীয় টুয়েলভ টিভিকে বলেন, “আমরা ভেবেছিলাম, হয়ত কোনো সন্দেহজনক বস্তুর (বোমা থাকার) বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। কেউ ভাবতে পারেনি এমন কিছু একটা হবে।

“উদযাপন পরিণত হয়েছে শোকে, একটি উজ্জ্বল আয়োজন একটি গাঢ় অন্ধকারে ডুবে গেছে।”

চিকিৎসকদের বরাত দিয়ে রয়টার্স মোট ৪৪ জনের মৃত্যুর খবর দিয়েছে। স্থানীয় পত্রিকা হারেৎজের বরাত দিয়ে বিবিসিও নিহতের একই সংখ্যা জানিয়েছে।

উদ্ধারকাজে অংশ নেওয়া মাগেন ডেভিড আদম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে ১০৩ জন আহত হয়েছে, অনেকের অবস্থা সঙ্কটজনক।

পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে তীর্থযাত্রীদের ওই এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। হতাহতদের হাসপাতালে নিতে সামরিক হেলিকপ্টারও ব্যবহার করা হয়েছে।

ইহুদি ধর্মাবলম্বীদের কাছে ‘পবিত্র স্থান’ হিসেবে বিবেচিত ওই সমাধিস্থলে প্রতি বছর এ ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়।

প্রাণহানির এ ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন এবং হোয়াইট হাউজ শোক জানিয়ে বিবৃতি দিয়েছে।

nupa alam

Recent Posts

কক্সবাজারে গাজায় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ থেকে ভাংচুরের ঘটনায় মামলা : গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে কক্সবাজার শহরের…

9 hours ago

সাগর থেকে অন্তত ২২ জেলে সহ ৪টি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে অনন্ত ২২ জন জেলে সহ ৪টি মাছ ধরার…

12 hours ago

টেকনাফে অপহৃত দুই জন মুক্তিপণে ছাড়া

টেকনাফ প্রতিবেদক : টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকার থেকে অপহৃত দুইজনকে ৩ লাখ ৩০…

14 hours ago

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

রামু প্রতিবেদক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও আরাকান আর্মি পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মো: তৈয়ব…

14 hours ago

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

চকরিয়া প্রতিবেদক : চকরিয়ায় বন্যহাতির আক্রমনে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার রাতে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী…

14 hours ago

গাজায় আগ্রাসনের প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ : ইজরায়েলি পণ্যের সাইন বোর্ড থাকা বিভিন্ন প্রতিষ্ঠানে ভাংচুর

নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে সোমবার…

1 day ago