ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফে পৃথক অভিযান চালিয়ে দুইটি ব্যাগের ভেতর থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। সোমবার ও রোববার উপজেলার জীম্বংখালী ও হ্নীলা বেড়িবাঁধ এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
সোমবার এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
তিনি জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম ১৩ হতে আনুমানিক ১কিঃলিঃ উত্তরে ওয়াব্রাং কাস্টম গেইটের উত্তরে বেড়িবাঁধ এলাকায় দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান পাচার হবে।এমন তথ্যে হ্নীলা বিওপি একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় অভিযানে যায়।ঔই সময় বেড়িবাঁধের পশ্চিম পাশে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে হাতে ব্যাগসহ দেখতে পেয়ে বিজিবি জওয়ানেরা তাদেরকে চ্যালেঞ্জ ও ধাওয়া করলে চোরাকারবারিরা ব্যাগ ফেলে দিয়ে অন্ধকারে সুযোগ নিয়ে পাশ্ববর্তী গ্রামে পালিয়ে যায়।পরে টহলদল উল্লেখিত স্থানে তল্লাশী অভিযান পরিচালনা করে ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে।উদ্ধারকৃত ব্যাগের ভিতর থেকে৯০লাখ টাকার মূল্যের৩০হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।ঔই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অপর দিকে রোববার রাতে জীম্বংখালী বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম১৫ ও ১৬ মাঝামাঝি ৬নম্বর স্লুইসগেট হতে আনুমানিক৫০০মিটার উত্তর পূর্ব দিক দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান পাচার হবে।এমন তথ্যে জীম্বংখালী বিওপি একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় কৌশলে অবস্থান নেয়।কিছুক্ষণ পর দুইজন দুষ্কৃতকারী ব্যক্তিকে মিয়ানমার হতে নাফনদী সাঁতরিয়ে আসতে দেখে। টহলদল ঔই ব্যক্তিদের দেখা মাত্রই চ্যালেঞ্জ করে।দুষ্কৃতকারী ব্যক্তিরা দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবণ করা মাত্রই বহনকৃত ব্যাগটি ফেলে দিয়ে অন্ধকারে সুযোগ নিয়ে সাঁতরিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে টহলদল উল্লেখিত স্থানে তল্লাশী অভিযান পরিচালনা করে ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে।উদ্ধারকৃত ব্যাগের ভিতর থেকে৩০লাখ টাকার মূল্য মানের১০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।তিনি আরো জানান,উদ্ধারকৃত মালিক বিহীন ইয়াবাগুলো পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে ষ্টোরে জমা রাখা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…