নিজস্ব প্রতিবেদক : টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের ডাকাত দলের গুলিতে এক স্থানীয়সহ দুজন গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ দিকে টেকনাফ নীলা ইউনিয়নের নেচার পার্কস্থল জাদিমুরা নামক ক্যাম্পে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, দমদমিয়া এলাকার মুজিবুল্লাহ ছেলে আয়াজ (১৯) ও জাদিমুরা বাচা মিয়ার পুত্র মোহাম্মদ হোসেন (৩০)। এর মধ্যে মোঃ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে চিকিৎসব মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘রোহিঙ্গা ডাকাতের গুলিতে স্থানীয়সহ ২ ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। তবে কি কারনে এ ঘটনা ঘটেছে সেটি জানা যায়নি। এ বিষয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
রোহিঙ্গারা জানান, ‘রোহিঙ্গা ডাকাত দলের একটি দল জাদিমুরা ক্যাম্পের আয়াছকে অপহরনের চেষ্টা করে। এসময় তার সুর-চিৎকারে লোকজন এগিয়ে আসলে, তাদের লক্ষ্যে করে ডাকাত বাহিনী গুলি বর্ষণ করে। এতে ওই দুজন গুলিবিদ্ধ হয়ে মাঠিতে পরে যায়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য বিভাগে নিয়ে আসেন। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসক মোহাম্মদ হোসেন কে মৃত ঘোষণা করেন ।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…