নিজস্ব প্রতিবেদক : টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের ডাকাত দলের গুলিতে এক স্থানীয়সহ দুজন গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ দিকে টেকনাফ নীলা ইউনিয়নের নেচার পার্কস্থল জাদিমুরা নামক ক্যাম্পে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, দমদমিয়া এলাকার মুজিবুল্লাহ ছেলে আয়াজ (১৯) ও জাদিমুরা বাচা মিয়ার পুত্র মোহাম্মদ হোসেন (৩০)। এর মধ্যে মোঃ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে চিকিৎসব মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘রোহিঙ্গা ডাকাতের গুলিতে স্থানীয়সহ ২ ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। তবে কি কারনে এ ঘটনা ঘটেছে সেটি জানা যায়নি। এ বিষয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
রোহিঙ্গারা জানান, ‘রোহিঙ্গা ডাকাত দলের একটি দল জাদিমুরা ক্যাম্পের আয়াছকে অপহরনের চেষ্টা করে। এসময় তার সুর-চিৎকারে লোকজন এগিয়ে আসলে, তাদের লক্ষ্যে করে ডাকাত বাহিনী গুলি বর্ষণ করে। এতে ওই দুজন গুলিবিদ্ধ হয়ে মাঠিতে পরে যায়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য বিভাগে নিয়ে আসেন। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসক মোহাম্মদ হোসেন কে মৃত ঘোষণা করেন ।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের আশেপাশে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা…
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…