পেকুয়া প্রতিনিধি : পেকুয়ায় জমি বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে এক নারী নিহত এবং আহত হয়েছে ৫ জন; ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) কানন সরকার জানিয়েছেন, রোববার মধ্যরাত দেড়টায় পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভোদামাঝির ঘোনা এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত সেলিনা আক্তার (৪০) পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নের ভোদামাঝির ঘোনা এলাকার ফরিদুল আলমের স্ত্রী।

আহতরা হল, একই এলাকার সেলিম উল্লাহ’র ছেলে মোহাম্মদ সাকিব (২৫) এবং নুরুল আবছারের ছেলে সাইফুল ইসলাম (৩৫)।

এছাড়া আহত অন্যদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

ঘটনায় গ্রেপ্তাররা হল, নিহত সেলিনা আক্তারের প্রতিবেশী মোহাম্মদ হোসেনের ছেলে মাহমুদুল করিম (৪০) ও মোহাম্মদ মফিজ (৪৫)।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক কানন বলেন, পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নের ভোদামাঝির ঘোনা এলাকার ফরিদুল আলম ও মোহাম্মদ হোসেনের মধ্যে কিছু পরিমান জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে রোববার মধ্যরাতে মোহাম্মদ হোসেনের লোকজন দলবদ্ধ হয়ে ফরিদুল আলমের ভিটের ঘেরাবেড়া উপড়ে ফেলে।

” এসময় বাড়ী থেকে ফরিদুল আলমের পরিবারের লোকজন বের হয়ে বাঁধা দেয়। এতে দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের পাশাপাশি গোলাগুলির ঘটনাও ঘটে। এ ঘটনায় ৬ জন আহত হয়। “

পরিদর্শক বলেন, ” ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহতদের মধ্যে ২ জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। “

কানন জানান, রাতেই স্থানীয়দের কাছ থেকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করেছে।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান পরিদর্শক (তদন্ত)।

nupa alam

Recent Posts

টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…

1 day ago

চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ

চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…

1 day ago

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…

1 day ago

সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…

2 days ago

পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…

2 days ago

সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…

2 days ago