নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে আরো একটি মৃত তিমি ভেসে এসেছে। যা লম্বায় ৫০ ফুট লম্বা।
শনিবার সকালে জোয়েরের সময় সাগরের পানিতে মৃত অবস্থায় ভাসমান দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা বনবিভাগ এবং পরিবেশ অধিদফতরে খবর দেয়। এর আগে শুক্রবার আরো একটি মৃত তিমি ভেসে এসেছে। যা নমুনা সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী আবদুল গফুর জানান, সকালে মৃত তিমিটি ভেসে আসে। যার বিভিন্ন অংশ পঁচে গেছে। দুর্গন্ধও ছড়াচ্ছে।
কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, একদিন ব্যবধানে দুইটি তিমি মৃতাবস্থায় ভেসে আসা আশংকাজনক। এর আগে ১৯৮০ ও ১৯৯০ সালে পৃথক দুটি বিশাল তিমি এভাবে ভেসে এসেছিল। দীর্ঘদিন পর আবার বিশাল মৃত তিমি সৈকতে ভেসে এসেছে। সাগরে জাহাজে ধাক্কা বা জাহাজ থেকে ফেলা কোন বিস্ফোরনদ্রব্য খাওয়ায় এসব তিমির মৃত্যু হতে পারে। দ্রুত অনুসন্ধান করে মৃত্যুর সঠিক কারণ বের করা জরুরী।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর সম্বনয়ে নমুনা সংগ্রহের পর আগের মতো এটি মাটিতে পুঁতে ফেলা হবে। মৃত্যু সঠিক কারণ বলা সম্ভব হচ্ছে। ল্যাবে নমুনা পরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।
তিনি জানান, মাটিতে পুতে দেয়ার ৩ সপ্তাহ পর তিমি কঙ্গাল সংগ্রহ করে সংরক্ষণ করা হবে।
বাংলাদেশ ওশানোগ্রাপিক রিসার্স ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা সুলতান আল নাহিয়ান জানান, তিমিটি লম্বায় ৫০ লম্বা। আঘাতের চিহ্ন দেখে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। পরীক্ষা শেষে এটা বলা সম্ভব হবে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…