নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় ‘স্ত্রীর সঙ্গে ঝগড়ার’ বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে সৎ মা’কে কুপিয়ে হত্যা করেছে এক য্বুক।
শুক্রবার সকালে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় এ ঘটনাটি ঘটে বলে জানান উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ।
নিহত আনোয়ারা বেগম (৪০) একই এলাকার হোসেন আহমেদের দ্বিতীয় স্ত্রী।
খুনের ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আলমগীর (২৫) তার বাবার প্রথম স্ত্রীর ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি সঞ্জুর মোরশেদ বলেন, মোহাম্মদ আলমগীরের স্ত্রীর সঙ্গে সৎ মা আনোয়ারা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ বিরাজ করছিল। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তার (আলমগীর) স্ত্রীর সঙ্গে সৎ মায়ের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে।
“ এর জেরে শুক্রবার সকালে আলমগীরের সঙ্গে সৎ মায়ের মধ্যে আবারো ঝগড়া লেগে যায়। দু’জনের তর্কাতর্কির এক পর্যায়ে সে (আলমগীর) ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারাকে এলোপাতাড়ী কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে আনোয়ারা নিহত হন। ”
ওসি বলেন, “ ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ারা বেগমের মাথা ও ঘাড়সহ শরীরের ৪/৫ টি জায়গায় ক্ষতের সৃষ্টি হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার (আনোয়ারা) মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে মোহাম্মদ আলমগীর পলাতক রয়েছে। ”
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান সঞ্জুর মোরশেদ।
ওসি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…