নিজস্ব প্রতিবেদক: ছিন্নমূল ও পথশিশুদের কল্যানে যুক্তরাষ্ট্র ভিত্তিক বাংলাদেশি অভিবাসীদের সংগঠন ‘গ্রীণ টাচ ওয়ান ডলার’ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সংগঠনটির ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী হয়েছে।
বুধবার বিকালে কক্সবাজার শহরের পূর্ব পাহাড়তলী এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচী পালিত হয়।
কর্মসূচীর মধ্যে ছিল সংগঠনের নিবন্ধিত শিশুদের সমাবেশ এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সাংস্কৃতিক পরিবেশনা, শিক্ষা উপকরণসহ উপহার সামগ্রী বিতরণ এবং কেক কেটে আনন্দ উদযাপন।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘গ্রীণ টাচ ওয়ান ডলার’ কক্সবাজার জেলা শাখার সমন্বয়ক প্রভাষক মোহাম্মদ রফিক এর সভাপতিত্বে এবং সংগঠনের মাঠপর্যায়ে অধিকার বঞ্চিত শিশুদের সমন্বয়কারি মিসবাহুল জান্নাত আইরিনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য রিদুয়ানুল ইসলাম স্বাধীন, ছেনুয়ারা বেগম, মায়েশা তাবাস্সুম শাওরীন ও ফারজানা ইয়াসমিন রিংকু।
আলোচনা সভায় বক্তারা বলেন, ছিন্নমূল ও পথশিশুদের নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্র ভিত্তিক বাংলাদেশি অভিবাসীদের সংগঠন ‘গ্রীণ টাচ ওয়ান ডলার’ দেশের অধিকার বঞ্চিত শিশুদের আত্মোন্নয়নে নানা কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। দেশের অন্যান্য এলাকার মত কক্সবাজারেও সংগঠনটি নানা কার্যক্রম অব্যাহত রেখেছে। এসব শিশুদের শিক্ষাসহ সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে ভবিষ্যতেও নানা কর্ম-পরিকল্পনা বাস্তবায়নে বদ্ধপরিকর ‘গ্রীণ টাচ ওয়ান ডলার’।
আলোচনা সভা শেষে কেক কেটে মিষ্টিমুখের মধ্য দিয়ে সংগঠনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ উদযাপন করা হয়। পরে কর্মসূচীতে অংশগ্রহণকারি অর্ধশত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ খাতা-কলম, সাবান, টুথপেস্ট-ব্রাশ ও এন্টিসেপটিক সেভলন ক্রিমসহ নানা সামগ্রী বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…