রোহিঙ্গা পাসপোর্ট তৈরী সহায়তা : বর্তমান-সাবেক ৩ কাউন্সিলার সহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক : জাল-জলিয়াতির আশ্রয় নিয়ে নাগরিক সনদসহ বিভিন্ন নথিপত্র প্রদানের মাধ্যমে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরীর সহায়তার অভিযোগে কক্সবাজার পৌরসভার বর্তমান-সাবেকসহ তিন কাউন্সিলার এবং এক পৌর কর্মচারীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারি উপ-পরিচালক মো. শরীফ উদ্দিন জানিয়েছেন, রোববার সকালে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হল, কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মিজানুর রহমান, ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলার জাবেদ মো. কায়সার নোবেল ও ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলার রফিকুল ইসলাম এবং কক্সবাজার পৌরসভার কর্মচারী দিদারুল ইসলাম ওরফে মুবিন।

মো. শরীফ উদ্দিন বলেন, রোহিঙ্গা নাগরিককে অবৈধ অর্থের বিনিময়ে বাংলাদেশের নাগরিক সাজিয়ে পাসপোর্ট গ্রহণ করার জন্য সহায়তার অভিযোগে কক্সবাজার পৌরসভার সাবেক-বর্তমান তিন কাউন্সিলার এবং একজন পৌর কর্মচারীকে গ্রেপ্তার করেছে দুদকের একটি দল। গ্রেপ্তাররা ক্ষমতার অপব্যবহার করে জাল-জালিয়াতির আশ্রয়ে রোহিঙ্গা নাগরিকদের জন্মসনদ ও বিভিন্ন ধরণের নথিপত্র প্রত্যায়ন মাধ্যমে পাসপোর্ট প্রদানের সহায়তার অপচেষ্টার অভিযোগ রয়েছে। এছাড়া পৌর কর্মচারী দিদারুল ইসলামের বিরুদ্ধে জনপ্রতিনিধিদের সহযোগিতার নানা অভিযোগ রয়েছে।

দুদকের সহকারি উপ-পরিচালক বলেন, “ এ নিয়ে দুদকের একটি অনুসন্ধান দল দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল। পরবর্তীতে অভিযোগের সত্যতা পাওয়ায় কক্সবাজার পৌরসভাসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও কর্মচারীদের বিরুদ্ধে গত ২৫ মার্চ দুদকে ১২ টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তারদের বিরুদ্ধে রয়েছে ৪ টি মামলা। ”

শরীফ উদ্দিন জানান, দুপুরে গ্রেপ্তারদের কক্সবাজারের বিশেষ জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতের হাজির করা হলে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago