চকরিয়া ও মহেশখালী পৌরসভায় ১০ জনের প্রার্থীতা বাতিল

নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠ ধাপে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী পৌরসভা নির্বাচনের তপশীল মতে শুক্রবার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে এক মেয়র প্রার্থীসহ ১০ জনের প্রার্থীতা বাতিল হয়েছে।

এদের মধ্যে চকরিয়া পৌরসভায় এক মেয়র ও তিনজন কাউন্সিলার প্রার্থী এবং মহেশখালী পৌরসভায় তিনজন কাউন্সিলার ও একজন সংরক্ষিত নারী কাউন্সিলার প্রার্থী রয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রাপ্ত তথ্য মতে, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিনে চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, কাউন্সিলার পদে ৫৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।

এতে মেয়র পদে মনোনয়ন প্রার্থীরা ছিলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আলমগীর চৌধুরী, জাতীয় পার্টির দলীয় মনোনীত প্রার্থী মোহাম্মদ মোনোয়ার আলম এবং স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জিয়াবুল হক ও মোহাম্মদ ফয়সাল উদ্দিন সিদ্দিকী।

এদের মধ্যে শুক্রবার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মোনোয়ার আলম এবং ৩ জন কাউন্সিলার প্রার্থীর প্রার্থীতা বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার।

এতে চকরিয়ায় মেয়র পদে ৩ জন, কাউন্সিলার পদে ৫১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ১৪ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণের জন্য যোগ্য ঘোষিত হয়েছেন।

অপরদিকে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিনে মহেশখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, কাউন্সিলার পদে ৩১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

এতে মেয়র পদে মনোনয়ন প্রার্থীরা ছিলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মকছুদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী সরওয়ার আজম ( সাবেক মেয়র ), মর্জিনা আকতার, মো. আমজাদ হোসেন ও মো. শাহজাহান।

এর মধ্যে মো. শাহজাহান আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছেন।

কিন্তু শুক্রবার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে কাউন্সিলার পদে ৫ জনের প্রার্থীতা বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার।

এতে মহেশখালীতে মেয়র পদে ৫ জন, কাউন্সিলার পদে ২৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ১০ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যোগ্য ঘোষিত হয়েছেন।

ষষ্ঠ ধাপের পৌরসভা নির্বাচনের তপশীল মতে, যোগ্য ঘোষিত প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ২৪ মার্চ। পরদিন ২৫ মার্চ প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্ধ দেয়া হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল।

nupa alam

Recent Posts

রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব না : ড. খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব না বলে…

3 hours ago

আমরা ধর্মচর্চা করবো,অনুশীলন করবো কিন্তু বিদ্বেষ পোষণ করবোনা : ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, আমরা ধর্মচর্চা করবো, ধর্ম অনুশীলন…

21 hours ago

কক্সবাজার-মহেশখালী নৌ রুটে পরীক্ষামুলক সী ট্রাক চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : পরীক্ষামূলক সী-ট্রাক চালুর মধ্য দিয়ে কক্সবাজার-মহেশখালী নৌপথে যাতায়াত ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন…

23 hours ago

চকরিয়ায় বাস-অটোরিক্সার সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহি বাসের সাথে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে…

2 days ago

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক : উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। বৃহস্পতিবার…

2 days ago

মঙ্গল জলে মাতোয়ারা রাখাইন তরুণ-তরুণী

১৩৮৭ রাখাইন বর্ষ বরণে কক্সবাজারে জলকেলি উৎসব নিজস্ব প্রতিবেদক : রাখাইন পঞ্জিকা অনুসারে ১৩৮৬ রাখাইন…

2 days ago