নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠ ধাপে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী পৌরসভা নির্বাচনের তপশীল মতে শুক্রবার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে এক মেয়র প্রার্থীসহ ১০ জনের প্রার্থীতা বাতিল হয়েছে।
এদের মধ্যে চকরিয়া পৌরসভায় এক মেয়র ও তিনজন কাউন্সিলার প্রার্থী এবং মহেশখালী পৌরসভায় তিনজন কাউন্সিলার ও একজন সংরক্ষিত নারী কাউন্সিলার প্রার্থী রয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রাপ্ত তথ্য মতে, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিনে চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, কাউন্সিলার পদে ৫৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।
এতে মেয়র পদে মনোনয়ন প্রার্থীরা ছিলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আলমগীর চৌধুরী, জাতীয় পার্টির দলীয় মনোনীত প্রার্থী মোহাম্মদ মোনোয়ার আলম এবং স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জিয়াবুল হক ও মোহাম্মদ ফয়সাল উদ্দিন সিদ্দিকী।
এদের মধ্যে শুক্রবার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মোনোয়ার আলম এবং ৩ জন কাউন্সিলার প্রার্থীর প্রার্থীতা বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার।
এতে চকরিয়ায় মেয়র পদে ৩ জন, কাউন্সিলার পদে ৫১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ১৪ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণের জন্য যোগ্য ঘোষিত হয়েছেন।
অপরদিকে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিনে মহেশখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, কাউন্সিলার পদে ৩১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
এতে মেয়র পদে মনোনয়ন প্রার্থীরা ছিলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মকছুদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী সরওয়ার আজম ( সাবেক মেয়র ), মর্জিনা আকতার, মো. আমজাদ হোসেন ও মো. শাহজাহান।
এর মধ্যে মো. শাহজাহান আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছেন।
কিন্তু শুক্রবার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে কাউন্সিলার পদে ৫ জনের প্রার্থীতা বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার।
এতে মহেশখালীতে মেয়র পদে ৫ জন, কাউন্সিলার পদে ২৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ১০ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যোগ্য ঘোষিত হয়েছেন।
ষষ্ঠ ধাপের পৌরসভা নির্বাচনের তপশীল মতে, যোগ্য ঘোষিত প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ২৪ মার্চ। পরদিন ২৫ মার্চ প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্ধ দেয়া হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…