এক্সক্লুসিভ

ময়লা-আবর্জনার ভাগাড় পর্যটন শহর

সাইফুল ইসলাম : কক্সবাজার পৌর এলাকার পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় যত্রতত্রে ময়লা-আবর্জনার ফেলা হচ্ছে। এতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় ও পর্যটকদের। পাশাপাশি দূর্গন্ধে পরিবেশ ভারি হয়ে উঠেছে। এভাবেই যত্রতত্রে ময়লা-আবর্জনার দূগন্ধের ফলে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে বলে জানান, বিশেষজ্ঞ চিকিৎসকররা।

শহরের উল্লেখযোগ্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে সড়কের পাশে, আল ফুয়াদ হাসপাতালের উত্তর পাশে, জেলা আদালত চত্বরের চতুর্থ পাশে এবং সড়কের নালাগুলোতে আবর্জনার স্তূপ পড়েছে। ফলে বেড়েছে মশা-মাছির চরম উপদ্রব।

শহরের কোথাও ময়লা ফেলার সুনির্দিষ্ট স্থান ও ডাস্টবিন না থাকায় পৌরবাসী পলিথিনে ভরে সড়কেই ফেলে রাখছেন আবর্জনা। ব্যবসাপ্রতিষ্ঠানের আবর্জনা ফেলা হচ্ছে পাশের নালাগুলোতে। বেশির ভাগ নালার কোনো ঢাকনা নেই। প্রতিবছরের মতো এবারও বর্ষায় পৌরবাসী শহরে জলাবদ্ধতার আশঙ্কা করছেন।

পরিবেশবাদীরা বলেন, কক্সবাজারের সব দিকেই আজ পরিবেশ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এছাড়া সড়কের উপরে এবং শহরের প্রতিটি মোড়ে মোড়ে ময়লা আবর্জনার স্তুপ জমে থাকায় পরিবেশ ভারি হয়ে উঠেছে। পৌর শহরের বিভিন্ন স্থান এখন আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে।

সরেজমিনে কক্সবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ের নীচতলার বারান্দার পাশের দৃশটি দেখলে অভাক লাগে। প্রতিদিন বিজ্ঞ বিচারপতি এই কার্যালয়ের নীচতলায় অবস্থিত ম্যাজিস্ট্রেট আদালতে আসেন। তখনই তারা দেখতে পান আদালতের বারান্দায় ময়লা পানি বেয়ে পড়ছে। বারান্দার নীচে মল মুত্রে সয়লাব হয়ে গেছে। একটা যেন দুর্গন্ধময় পরিবেশ। জেলাবাসী অভিভাবক জেলার শীর্ষ কর্মকর্তার অফিসের সামনের বারান্দায় ময়লা আবর্জনা ও মল মুত্র এভাবে বেরিয়ে পড়ছে। জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন কমোড টয়লেট সেফটি ট্যাংক ও সেফটি ট্যাংকের পাইপ ফেটে গিয়ে বারান্দায় মানুষের পায়ের নিচে চলে আসছে। দীর্ঘদিন থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের এই অবস্থা দেখা যাচ্ছে। প্রতিদিন শত শত বিভিন্ন এলাকা থেকে কাজে আসা লোকজন। এই ময়লা মলমুত্র পায়ে মাড়িয়ে আদালতে ঢুকছে আর বের হচ্ছে । এই অফিসে প্রতিদিন অনেক ভিআইপি ও ভিভিআইপিও আসে। তারাও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চতুর্থপাশে তাকালে এই ময়লা মুল মুত্র দেখতে পায়।

nupa alam

Recent Posts

ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার ইনানী সৈকতের সাগরে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে; এসময় স্থানীয়রা…

12 hours ago

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নিরাপদ পর্যটনের জন্য ‘সমুদ্র সন্ধ্যা’

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার হবে সকল পেশার, শ্রেণীর, ধর্মের, লিঙ্গের মানুষের…

17 hours ago

রোহিঙ্গা ক্যাম্প থেকে জি থ্রি রাইফেল সহ আরসা কমান্ডার আটক

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি জি-থ্রি রাইফেল ও গুলিসহ সন্ত্রাসী সংগঠন আরসা’র এক…

17 hours ago

টেকনাফের পাহাড়ে জেল ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের পাহাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় ১০ দিন আগে ‘জেল ফেরত’ এক যুবকের…

2 days ago

টেকনাফে ৭ লাখ টাকা মালামাল নিলামে সর্বোচ্চ ডাককারি স্থল বন্দরের বিশিষ্ট আমদানি ও রপ্তানি কারক সিআইপি ওমর ফারুক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের শুল্ক গুদামের সরকারি ৭ লাখ টাকা নানা পণ্য ৬ লাখ ৯০…

2 days ago

টেকনাফের নিকটবর্তী মিয়ানমারের ‘লালদিয়া’ নিয়ন্ত্রণে তীব্র সংঘাত : গুলি আসছে স্থলবন্দর ও আশে-পাশের এলাকায়

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের নাফনদীর ওপারে মিয়ানমারের লালদিয়া নিয়ন্ত্রণে তীব্র সংঘাত চলছে। নাফনদীর টেকনাফের জালিয়ারদিয়া…

3 days ago