নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় বসত বাড়ীতে আগুন লেগে দ্বগ্ধ হয়ে ঘুমন্ত তিন ভাই-বোন নিহত হয়েছে; ঘটনায় বাড়ীটি সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে।
সোমবার রাত ১১ টায় চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের সাবানঘাটা এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুল ইসলাম।
নিহতরা হল চকরিয়ার উপজেলার হারবাং ইউনিয়নের সাবানঘাটা এলাকার জাগির হোসেন ওরফে জাগির মিস্ত্রীর ছেলে জাহিদুল ইসলাম (১২) এবং মেয়ে মিতু মনি(৮) ও মীম আক্তার (১০)।
তবে অগ্নিকান্ডের কারণ নিশ্চিত হওয়া না গেলেও বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণার কথা জানান স্থানীয় এ ইউপি চেয়ারম্যান।
নিহত শিশুদের স্বজনদের বরাতে মিজানুল ইসলাম বলেন, সোমবার রাতে খাবার খেয়ে জাগির হোসেনের তিন ছেলে-মেয়ে বাড়ীতে ঘুমিয়ে পড়ে। তাদের মা কাজল বেগম আরেক সন্তানকে নিয়ে বসত ভিটার কাছারী ঘরে অবস্থান করছিল। রাত ১১ টায়ও গৃহকর্তা জাগির বাসায় ফিরেননি।
” এক পর্যায়ে বাড়ীতে আকস্মিক আগুন লেগে যায়। আগুনে লেলিহান শিখা দেখে কাজল বেগম কাছারি ঘরে থেকে বের হন। এতে বাড়ীর ভিতরে ঘুমন্ত অবস্থায় থাকা ৩ সন্তানকে বের করে আনা সম্ভব হয়নি। “
স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, ” খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও নেভানো সম্ভব হয়নি। এতে বাড়ীটি সম্পূর্ণ ভস্মিভুত হয়ে যায়। ঘটনায় অগ্নিদ্বগ্ধ হয়ে মারা যায় জাগির হোসেনের ৩ শিশু সন্তান। “
মিজানুল বলেন, আগুন লাগার খবর পেয়ে বিষয়টি তাৎক্ষণিক চকরিয়ার ইউএনও, পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনে অবহিত করা হয়। কিন্তু ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মিরা পৌঁছে আগুন নিভে যাওয়ার পর।
বৈদ্যুতিক শট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয় বলে জানান স্থানীয় এ ইউপি চেয়ারম্যান।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…