কক্সবাজার সরকারি মহিলা কলেজে শিক্ষক ছাড়াই ব্যবসায় শিক্ষার আট বছর

নুপা আলম : জেলার নারী শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান কক্সবাজার সরকারি মহিলা কলেজে শিক্ষক সংকটের কবলে পড়েছে। ওই প্রতিষ্ঠানটিতে সৃষ্ট শিক্ষকের পদের সংখ্যা ২৮ টি হলেও ওখানে বর্তমানে কর্মরত রয়েছে ১৮ জন। যেখানে ১০ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। একই সঙ্গে কলেজটিতে ব্যবসায় শিক্ষা বিভাগ চালু থাকলেও এখনো সৃষ্টি হয়নি ওই বিভাগের শিক্ষকের পদ। ফলে প্রতিষ্ঠানটি আড়াই হাজারের বেশি ছাত্রীর পাঠদান নিয়ে শংকিত অধ্যক্ষ। তিনি এতে ভাল ফলাফল থেকে বঞ্চিত হওয়ার আশংকা প্রকাশ করেছেন।

প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের দেয়া তথ্য মতে, ২০১২-২০১৩ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ব্যবসায় শিক্ষা বিভাগ চালু করা হয়। প্রতি বছর নতুন করে ৩৫০ জন ছাত্রী ভর্তি হচ্ছে। গত ৮ বছরে কক্সবাজার সরকারি মহিলা কলেজে ওই বিভাগের শিক্ষকের পদ সৃষ্ট হয়নি। ফলে শিক্ষক বিহীন ছাত্রীরা ব্যবসায় শিক্ষা বিভাগ পার করছে।

কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো সোলাইমান জানান, ব্যবসায় শিক্ষা বিভাগে অতিথি শিক্ষক দিয়ে শ্রেণী কার্যক্রম পরিচালিত হয়। ফলে ওই বিভাগের ছাত্রীরা ভাল ফলাফল থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষাক্রমও ব্যহত হচ্ছে দারুণভাবে। তাই দ্রুত সময়ের মধ্যে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিন্যান্স ব্যাংকিং ও বীমা বিষয়ে শিক্ষকের পদ সৃষ্ট করা জরুরী। এব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের এক তথ্য বিবরণীতে দেখা যায়, প্রতিষ্ঠানটি বর্তমানে ২ হাজার ৫৮৫ জন ছাত্রী অধ্যয়নরত রয়েছে। যার মধ্যে স্নাতক-সম্মান কোর্সের বাংলা ও অর্থনীতি বিষয়ে ১৭২ জন, স্নাতক-পাস বিএ ও বিএসসিতে ৭৩৬ জন, উচ্চ মাধ্যমিকের একদাশ ও দ্বাদশ শ্রেণীর মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৬৭৭ জন ছাত্রী রয়েছে। এর বিপরীতে প্রতিষ্ঠানটি শিক্ষকের সৃষ্ট পদ রয়েছে ২৮ টি। যার মধ্যে ১৮ জন শিক্ষক কর্মরত রয়েছে শূণ্য রয়েছে ১০ টি।

কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো সোলাইমান জানান, ইংরেজি, অর্থনীতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রসায়ন, গণিত, তথ্য ও প্রযুক্তি বিষয়ে ৮ জন শিক্ষকের পদ শূণ্য রয়েছে দীর্ঘদিন ধরে। গণিত ও উদ্ভিদ বিভাগের ২ জন শিক্ষক থাকলেও তাঁরা মাতৃত্বকালিন ছুটিতে রয়েছে। ফলে শূণ্য থাকা বিষয়ে শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে রসায়ন, গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে পদায়নের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

nupa alam

Recent Posts

টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…

1 day ago

চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ

চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…

1 day ago

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…

1 day ago

সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…

2 days ago

পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…

2 days ago

সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…

2 days ago