নারী এনজিও কর্মির বিরুদ্ধে বিজিবি’র মানহানি মামলার চার্জ গঠণ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে বেসরকারি সংস্থা ব্লাস্টের নারী কর্মির বিরুদ্ধে বিজিবির দায়ের মানহানি মামলায় চার্জ গঠণ করেছে আদালত। এর মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হবে।

সোমবার দুপুরে মামলার নির্ধারিত দিনে কক্সবাজারের জেষ্ঠ্য বিচারিক হাকিম তামান্না ফারাহ’র আদালতে এ চার্জ গঠণ আদেশ দিয়েছেন।

গত ২০২০ সালের ৮ অক্টোবর কক্সবাজার-টেকনাফ সড়কের বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের দমদমিয়া চেকপোস্টে অন্যদের সঙ্গে অটোরিক্সার যাত্রী ব্লাস্টের নামের এনজিও’র নারী কর্মি ফারজানা আক্তারকেও তল্লাশী করা হয়। পরে ওই নারী ধর্ষণের অভিযোগ করেন বিজিবির সদস্যদের বিরুদ্ধে। এ নিয়ে তার (ফারজানা আক্তার) বক্তব্যের উপর ভিত্তি করে কয়েকটি গণমাধ্যমে সংবাদও প্রচারিত হয়।

পরে ঘটনাটি মিথ্যা দাবি করে বিজিবির দমদমিয়া চেকপোস্টের সুবেদার মোহাম্মদ আলী মোল্লা বাদী হয়ে ওই নারী এনজিও কর্মির বিরুদ্ধে গত ১০ নভেম্বর কক্সবাজারের জেষ্ঠ্য বিচারিক হাকিম আদালতে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার জন্য টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলামকে নির্দেশ দেন। এ নিয়ে গত ২২ নভেম্বর ওই পুলিশ কর্মকর্তা আদালতে প্রতিবেদন জমা দেন। এতে আদালত ফারজানা আক্তারের বিরুদ্ধে সমন জারি করে আদেশ দেন।

গত ১৪ জানুয়ারী অভিযুক্ত আসামী কক্সবাজার জেষ্ঠ্য বিচারিক হাকিম তামান্না ফারাহ’র আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। ওইদিন শুনানী শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর পর গত ১১ মার্চ মামলার নির্ধারিত দিন ১৫ মার্চ চার্জ গঠনের শুনানী নির্ধারণ করেছেন। শুনানী শেষে চার্জ গঠণ করা হয়।

বিজিবির দায়ের মামলায় বাদীপক্ষের আইনজীবী সাজ্জাদুল করিম বলেন, ধর্ষণের মিথ্যা অভিযোগ তোলায় বিজিবির দায়ের মামলায় আদালত চার্জ গঠণ করেছে। এখন বিচার কার্যক্রম শুরু হবে।

যদিও এ আদেশের বিরুদ্ধে জেলা দায়রা ও জজ আদালতে আপীল করবে বলে জানিয়েছেন অভিযুক্ত নারীর পক্ষের আইনজীবী আবদুর শুক্কুর।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

1 month ago