ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার শরণার্থী শিবিরে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরধরে রোহিঙ্গা সালমান শাহ ও পুতিয়া গ্রুপের সংঘর্ষে একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছে।
রবিবার ভোরে হ্নীলা ইউপি নয়াপাড়া রেজিস্ট্রার শিবিরের সি ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ জুবায়ের (২১) শিবিরের সি-ব্লকের শেড নং-৮৮৫, এমআরসি নং-৩৫৬৫৫ এর বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে। আহত মোঃ-জলিল ওরফে সুনিয়া (২২) একই ব্লকের শেড নং-৮৬৪/৬, এমআরসি নং-৩১৬৪৪ এর বাসিন্দা শাহ আহমদের ছেলে।
রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন১৬আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক। তিনি জানান, গত ১৩ মার্চ (শনিবার) রাত ১১টার দিকে নয়াপাড়া শরণার্থী শিবিরে ছৈয়দ হোছন প্রকাশ পুতিয়া গ্রুপের সদস্যরা এসে সি-ব্লকের শেড নং-৮৮৫, এমআরসি নং-৩৫৬৫৫ এর বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে মোহাম্মদ জুবায়ের (২১) কে তুলে নিয়ে গিয়ে পাশ্ববর্তী এলাকায় গুলি করে মেরে ফেলে। নিহত ব্যক্তি সালমান শাহ গ্রুপের সক্রিয় সদস্য ছিল। এ ঘটনার খবর পেয়ে সালমান শাহ গ্রুপের লোকজন রবিবার ভোরে একই ব্লকের শেড নং-৮৬৪/৬, এমআরসি নং-৩১৬৪৪ এর বাসিন্দা শাহ আহমদের ছেলে মোঃ-জলিল ওরফে সুনিয়া (২২) কে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। শিবিরের লোকজন রক্তাক্ত জলিলকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আহতের অবস্থা আশংকাজনক।
তিনি আরো জানান, শরনার্থী শিবিরে পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…