ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের উনচিপ্রাং খালেরমুখ এলাকা থেকে১কোটি ৮০লাখ টাকার মূল্য মানের ৬০ হাজার ইয়াবা সহ এক যুবককে আটক করেছে বিজিবি।
শুক্রবার সকালে হোয়াইক্যং ইউপি উনচিপ্রাং খালেরমুখ এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক আলী আহাম্মদ (২৮) হোয়াইক্যং ইউপি লম্বাবিল এলাকার আবুল হোসেনের ছেলে।
শুক্রবার সন্ধ্যা এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। তিনি জানান, গোপন সাংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউপি উনচিপ্রাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান পাচার হবে। এমন তথ্যে উনচিপ্রাং বিওপি একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় কৌশলে অবস্থান নেয়। মিয়ানমার হতে নাফনদী পার হয়ে সাঁতরিয়ে একজন ব্যক্তি উনচিপ্রাং খালেরমুখে উঠতে দেখে টহলদল তাকে চ্যালেঞ্জ করে। টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই চোরাকারবারি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাৎক্ষণিকভাবে টহলদল চারদিকে ঘেরাও করে এক পযার্য়ে তাকে আটক করতে সক্ষম হয়। পরে ধৃতের দেহ তল্লাশি করে কোমড়ের সাথে গামছা দিয়ে বাঁধা পলিথিন মোড়ানো অবস্থায় একটি বড় প্যাকেট পাওয়া যায়। প্যাকেটটি খুলে গণনা করে ১ কোটি ৮০ লাখ টাকার মূল্য মানের ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…